|
|
|
|
এগরায় স্কুল সার্ভিসের ফর্ম না-পেয়ে অবরোধে প্রার্থীরা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফর্ম না পেয়ে এগরায় পথ অবরোধ করলেন কর্মপ্রার্থীরা। সোমবার এগরা-কাঁথি রাস্তা কমর্প্রাথীরা অবরোধ করেন। এ দিন সকাল ১০টা থেকে ফর্মের জন্য পোস্ট অফিসের সামনে দীর্ঘ লাইন পড়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর বেলা ১টা নাগাদ পোস্ট অফিস থেকে জানানো হয়, তাদের কাছে আর তিনশোটি ফর্ম রয়েছে। অথচ তখনও পোস্ট অফিসের বাইরে ফর্মের অপেক্ষায় দীর্ঘ লাইনের সারি। এই ঘোষণায় উত্তেজিত কর্মপ্রার্থীদের সঙ্গে পোস্ট অফিস কর্মীদের বচসা শুরু হয়। কিন্তু পোস্ট অফিসের কর্মীরা কখন ফর্ম পাওয়া যাবে- এবিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। |
এগরা-কাঁথি সড়ক অবরোধ। —নিজস্ব চিত্র। |
এই ঘটনায় ক্ষুব্ধ কর্মপ্রার্থীরা এগরা-কাঁথি রাস্তা অবরোধ করে। পুলিশ ও পোস্ট অফিসের কর্মীরা আজ, বৃহস্পতিবার থেকে পর্যাপ্ত সংখ্যায় ফর্ম দেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এগরা পোস্ট অফিসের এক আধিকারিক গীতা বাকরার কথায়, “আমাদের কাছে যতগুলি ফর্ম রয়েছে, তার থেকে বেশি আমরা কোথা থেকে দেব।” পোস্ট অফিসের কাঁথি ডিভিশনের প্রধান আধিকারিক অশোক সেনাপতি বলেন, “কমিশন থেকে পর্যাপ্ত ফর্ম না আসায় এই সমস্যা হচ্ছে। ফর্ম বেশি এলে সকলেই পাবেন।”
যদিও স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল রিজিয়নের চেয়ারম্যান সুজিত চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন বলেন, “পরীক্ষার্থীদের বিক্ষোভ অমূলক নয়। ফর্ম কেন পাওয়া যাচ্ছে না, খোঁজ নিয়ে দেখব। রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সবাই যাতে ফর্ম পায় সেবিষয়ে চেষ্টা করব।” |
|
|
|
|
|