পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণে কর্মশালা
জাতীয় গ্রামীণ পানীয় জল কর্মসূচি এবং নির্মল ভারত অভিযান প্রকল্পের কাজ যথাযথ ভাবে রূপায়ণের জন্য এ বার পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া শুরু হল। বুধবার ঝাড়গ্রাম মহকুমার প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হল ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে। তিনদিনের ওই কর্মশালায় যোগ দিয়েছেন ঝাড়গ্রাম মহকুমার ৭৯টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। এ দিন কর্মশালাটির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ জারিনা ইয়াসমিন, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মেদিনীপুর ডিভিশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ সেন প্রমুখ।

ঝাড়গ্রামে কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ।
উত্তরাদেবী জানান, রাজ্য জনস্বাস্থ্য কারিগরী দফতর এবং জল ও স্বাস্থ্যবিধান সহায়ক সংস্থার যৌথ উদ্যোগে ৫ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি তিন দফায় পশ্চিম মেদিনীপুর জেলার ৪টি মহকুমার মোট ২৯০টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধি ও সঞ্চালকদের ওই প্রশিক্ষণ দেওয়া হবে। খড়্গপুর, ঘাটাল ও মেদিনীপুর সদর বাকি এই তিনটি মহকুমার প্রশিক্ষণ কর্মশালাগুলি হবে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। ৮ থেকে ১০ ফেব্রুয়ারি খড়্গপুর মহকুমা এবং ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি একযোগে ঘাটাল ও মেদিনীপুর সদর মহকুমার প্রশিক্ষণ কর্মশালাটি হবে।
এ দিন ঝাড়গ্রামে ঝাড়গ্রাম মহকুমার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে সভাধিপতি উত্তরাদেবী বলেন, “জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জল ও শৌচাগার সংক্রান্ত উন্নয়ন প্রকল্পগুলি যথাযথ রূপায়ণ করতে গেলে পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মীদের সম্যক ধারণা থাকা দরকার। সেই কারণেই এই উদ্যোগ। একজন প্রধান, পঞ্চায়েত কর্মী ও সঞ্চালক নিজে বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ অনুধাবন করতে পারলে, এলাকাবাসীর মধ্যে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন-কাজ ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী।”
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী জানান, প্রধান ও উপ প্রধান-সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচজন করে প্রশিক্ষণ নিচ্ছেন। কর্মশালায় অডিও-ভিসু্যুয়াল ও প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের বিষয়বস্তু হল, জলের গুণমান পর্যবেক্ষণ ও নজরদারি, রোগ সংক্রমণ ও তার সরল সমাধান, কঠিন ও তরল বর্জ্যের সঠিক নিষ্কাশন ব্যবস্থা, নিরাপদ জল ও জলের উৎস সম্পর্কে ধারণা ইত্যাদি। পঞ্চায়েত প্রতিনিধিদের উৎসাহিত করার জন্য ‘নির্মল গ্রাম পুরস্কার’ পাওয়ার মাপকাঠি কী তা নিয়েও কর্মশালায় অবহিত করা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.