সমর-খুনের জেরে ভয়ের চোরাস্রোত তৃণমূলের মধ্যেই
আরিফ ইকবাল খান • নন্দীগ্রাম |
চার বছরের ব্যবধানে একটা খুন। আর তাতেই আতঙ্কের চোরাস্রোত বইতে শুরু করে দিয়েছে নন্দীগ্রামের অনেক তৃণমূল নেতা-কর্মীর মনে।
মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ২ পঞ্চায়েতের উপপ্রধান সমর মাইতি খুনের পরে এতটাই ভয় ছড়িয়েছে যে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তৃণমূলের শেখ সুফিয়ান বলছেন, “নিশিকান্ত মণ্ডল খুনের ঘটনা মনে পড়ে গেল। ভেকুটিয়ার উপপ্রধান সরোজ ভুঁইয়াকেও এই ভাবে সন্ধ্যাবেলায় পঞ্চায়েত অফিসের সামনে দুষ্কৃতীরা খুনের চেষ্টা করেছিল। একের পর এক হামলার ঘটনায় আমরাও চিন্তার মধ্যে পড়েছি।” এলাকার একাধিক তৃণমূল নেতা-কর্মীর কথায়, “সমর মাইতির মতো এমন দাপুটে নেতাকে যদি এ ভাবে খুন হতে হয়, তা হলে আমাদের নিরাপত্তার কী হবে!” |
|
বাড়িতে এসে পৌঁছল সমর মাইতির দেহ। ছবি: আরিফ ইকবাল খান। |
২০০৭ সালে শুরু জমিরক্ষা আন্দোলনের রক্তাক্ত অধ্যায় পেরিয়েও খুনোখুনি চলছেই নন্দীগ্রামে। বিরোধী বামেদের প্রকাশ্য রাজনৈতিক কার্যকলাপ প্রায় বন্ধ। তাও একের পর এক পঞ্চায়েত পদাধিকারীদের উপর হামলার ঘটনায় স্পষ্ট, নন্দীগ্রামে বিরোধিতার চোরাস্রোত বইছেই।
২০০৯ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সোনাচূড়া পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত মণ্ডলকে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি করে খুন করে আততায়ীরা। তৃণমূল সিপিএমের দিকে আঙুল তুললেও পুলিশ শীর্ষ মাওবাদী নেতা তেলুগু দীপক-সহ ৭ জনের নামে চার্জশিট দেয়। |
বুধবার দুপুরে নন্দীগ্রামের তৃণমূল নেতা সমর মাইতির মৃতদেহ
এসে
পৌঁছল
রামচক গ্রামে নিজের বাড়িতে।
সেখানে শেষ শ্রদ্ধা
জানাচ্ছেন
তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। |
এরপর ২০১০ সালের ১২ মে সন্ধ্যায় নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়ার তৃণমূল উপপ্রধান সরোজ ভুঁইয়াকে পঞ্চায়েত অফিসের সামনে গুলি করে পালায় আততায়ীরা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের চেষ্টা বলে শোনা গেলেও পুলিশ দুই মাওবাদীকে গ্রেফতার করে। স্থানীয় কিছু সিপিএম কর্মীর বিরুদ্ধেও মামলা হয়।
সে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ভরসন্ধ্যায় তেরপেখ্যা বাজারে সমর মাইতি খুনের ঘটনা। এ বারও সিপিএমের বিরুদ্ধেই অভিযোগ করছে তৃণমূল। কিন্তু সমরবাবুর মতো দাপুটে নেতাকে খুন করার শক্তি কি এখন সিপিএমের আছে? সাংসদ শুভেন্দু অধিকারীর দাবি, “সিপিএম শক্তিশালী নয় বলেই তো রাতের অন্ধকারে গুপ্তহত্যা করে!” |
|
|
শোকে কথা বলার ক্ষমতা
হারিয়েছেন বাবা বাদল মাইতি। |
শোকার্ত মা-কনকলতাদেবীকে সান্ত্বনা
জানাচ্ছেন নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি। |
|
তথ্য: আনন্দ মণ্ডল।
ছবি: আরিফ ইকবাল খান। |
|