মূল অভিযুক্ত পলাতক
নন্দীগ্রামে তৃণমূল নেতা খুনে ধৃত সিপিএমের ৪
ন্দীগ্রামে তৃণমূলের উপপ্রধান সমর মাইতি খুনের ঘটনায় সিপিএম নেতা অশোক গুড়িয়া ও তিন বাম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বামেদের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দলের প্রবীণ নেতা অশোকবাবুকে। সমর-খুনে প্রধান অভিযুক্ত শেখ নাজিমউদ্দিন অবশ্য পলাতক। এলাকাবাসী থেকে শুরু করে নন্দীগ্রামের তৃণমূল নেতাদের একাংশ কিন্তু জানিয়েছেন, দলেরই বিক্ষুব্ধ নাজিমউদ্দিনের সঙ্গে বিরোধের জেরে খুন হতে হয়েছে সমরবাবুকে। তবে, ২০০৭ সাল থেকে প্রকাশ্যেই তাঁদের সঙ্গে থাকা নাজিমউদ্দিনকে এখন ‘সিপিএমের লোক’ বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব।
হলদিয়া আদালতে অশোক গুড়িয়া ও অন্য অভিযুক্তরা। —নিজস্ব চিত্র।
বুধবার নন্দীগ্রামে গিয়ে তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “নাজিমউদ্দিন আমাদের দলের লোক নয়। গত দু’বছর ধরে দলের সঙ্গে ওদের যোগ ছিল না। ওরা সিপিএমের সঙ্গে জোট করে পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে লড়েছে। সিপিএম নেতাদের মদত না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারত না।” সমরবাবুর বাবা স্থানীয় তৃণমূল নেতা বাদল মাইতি ছেলের মৃত্যুর জন্য মঙ্গলবার রাতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে বার বার দায়ী করেছিলেন। এ দিন তাঁর গলাতেও একটু অন্য সুর। বাদলবাবু বলেন, “নাজিমউদ্দিনরা আগে সিপিএম করত। জমি আন্দোলনের সময় তৃণমূলে এলেও আমাদের সঙ্গে বিশেষ মিশত না।”
তা হলে নাজিমউদ্দিনকে না ধরে তড়িঘড়ি অশোক গুড়িয়াকে গ্রেফতার করা কেন? পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈনের ব্যাখ্যা, “মূল অভিযুক্ত নাজিমউদ্দিনই। তবে, সমরবাবুর বাবা বাদল মাইতির করা এফআইআরে চক্রান্তকারী হিসাবে অশোকবাবু-সহ কুড়ি জনের নাম রয়েছে। তাই গ্রেফতার করা হয়েছে।” ধৃত অশোক গুড়িয়া, দেবল জানা, গৌরিশঙ্কর খাটুয়া ও শাহ আলম আলি খানকে এ দিন হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে সিপিএম। অশোকবাবুকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এ দিন জেলাশাসক ও পুলিশ সুপারকে দলের তরফে স্মারকলিপি দেওয়া হয়। হলদিয়ায় হয় ধিক্কার মিছিল। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি বলেন, “অশোকবাবুর মতো নিপাট ভদ্রলোক যে এমনটা করতে পারেন না, সেটা তৃণমূলের লোকেরাও বিলক্ষণ জানে।” এ দিনই কলকাতায় সাংবাদিক বৈঠক করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, “যিনি খুন হয়েছেন, তাঁর বাবা বাদল মাইতি বলছেন এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। তাও অশোক গুড়িয়াকে গ্রেফতার করা হল! আসলে গণতন্ত্রের কথা বলে দলতন্ত্রকে চাপানো হচ্ছে।”

অশোক গুড়িয়া গ্রেফতারের প্রতিবাদে ডিএমকে স্মারকলিপি বামেদের।
নাজিমউদ্দিনকেই কেন তাঁরা এই ঘটনার জন্য দায়ী করছেন, তার সপক্ষে বেশ কিছু যুক্তি দিচ্ছেন এলাকার তৃণমূল কর্মীরা। প্রথমত, মঙ্গলবার সাতটা নাগাদ তেরপেখ্যা বাজারের কাছে সমবায় সমিতির যে গলিতে খুন হন সমরবাবু, সেখান থেকে নাজিমউদ্দিনের বাড়ির দূরত্ব মাত্র একশো মিটার। সরু ওই গলিতে অপরিচিত লোকের পক্ষে ঢুকে খুন করে পালিয়ে যাওয়াটা কঠিন। ঘটনাস্থলের কাছেই একটি শৌচাগার রয়েছে। সেখানেই আততায়ীরা লুকিয়ে ছিল বলে মনে করছে পুলিশ। সে ক্ষেত্রে এলাকার লোক না হলে এতটা সাহস হত না। ঘটনার পর থেকে এলাকাছাড়া নাজিমউদ্দিন যা খুনের ঘটনায় তাঁর জড়িত থাকারই ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয় তৃণমূল কর্মীদের মত। তাঁদের বক্তব্য, সমরবাবুর সঙ্গে নাজিমউদ্দিনের বিরোধ যে পর্যায়ে পৌঁছেছিল, তাতে এই পরিণতি খুব অস্বাভাবিক নয়।
তৃণমূল সূত্রে খবর, বিরোধটা মূলত ক্ষমতার দখল নিয়ে। বয়াল ১ পঞ্চায়েত এলাকায় দীর্ঘ দিন ধরেই একচ্ছত্র দাপট ছিল নাজিমউদ্দিনের। আগে সিপিএমের লোকাল কমিটির সদস্য ছিলেন নাজিমউদ্দিন। বাগদার ভেড়ি ছাড়াও তেরপেখ্যা বাজারে কয়েকটা দোকানঘর রয়েছে তাঁর। জমি আন্দোলনের সময় তৃণমূলে এসে ভেড়েন নাজিমউদ্দিন। নিজে জনপ্রতিনিধি না হলেও পঞ্চায়েতের টাকা কোন খাতে খরচ হবে, তা নিয়ে বরাবরই মাথা ঘামিয়েছেন তিনি। ২০০৮-১৩ জমানায় পাশের বয়াল ২ পঞ্চায়েতের প্রধান সমরবাবু বয়াল ১ পঞ্চায়েতের কাজেও মতামত দেওয়া শুরু করায় ঠোকাঠুকি শুরু হয়। গত পঞ্চায়েত ভোটে নাজিমউদ্দিনের লোকেরা যাতে তৃণমূলের টিকিট না পান, তার জন্য সমরবাবুরা চেষ্টা করেছিলেন বলে খবর। শেষ পর্যন্ত টিকিট না পেয়ে নাজিমউদ্দিনের অনুগামীরা নির্দল হিসাবে দাঁড়ান। ছ’টি আসনে জিতে নির্দলরা সংখ্যাগরিষ্ঠ হলেও সংঘর্ষের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় এলাকা ছাড়েন পাঁচ প্রার্থী। সেই সুযোগে বোর্ড গড়ে নেয় তৃণমূল। ক্ষিপ্ত নাজিমউদ্দিন এরপর থেকেই পঞ্চায়েতের কাজে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ। বয়াল ১ পঞ্চায়েতের তৃণমূল প্রধান ঝুমা মান্না বলেন, “৩০ জানুয়ারি একটি বৈঠক চলাকালীন নাজিমউদ্দিন এসে প্রকাশ্যেই আমাদের হুমকি দিয়ে যায়। বলে, বোর্ড গড়তে না দিলে শেষ করে দেবে সকলকে। ও যে সমরবাবুকে খুনের ছক কষছিল, সে দিন বুঝতে পারিনি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.