সঙ্গকারার ট্রিপল সেঞ্চুরিতে তিন নজির
কুমার সঙ্গকারার টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি (৩১৯) প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়কের নামের পাশে তিনটি রেকর্ড খোদাই করে দিল।
এক) টেস্টে দ্রুততম ১১০০০ রানে পৌঁছনো। বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সঙ্গকারার কেরিয়ারে ১২২তম।
দুই) টেস্টে আড়াইশো বা তার বেশি রানের ইনিংস খেলার ব্যাপারে ডন ব্র্যাডম্যানের পরেই এখন সঙ্গকারা। বাঁ-হাতি শ্রীলঙ্কান ব্যাটস্যমানের এ দিনের ট্রিপল সেঞ্চুরি টেস্টে তাঁর নবম আড়াইশো বা চার বেশি রানের ইনিংস। ডনের আছে সর্বাধিক ১২টা।
তিন) প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ওয়-কে টপকে টেস্টে সর্বাধিক রানকারীদের সর্বকালীন সেরাদের তালিকায় ন’নম্বরে উঠে আসা। ৩৬ বছর বয়সি সঙ্গকারার এখন টেস্টে মোট রান ১১০৪৬। চট্টগ্রামে ২০১ রানে পৌঁছতেই তিনি মোট রানে টপকে যান স্টিভকে।
৩১৯ রান। ৪২৮ বল। ৩২ চার। ৮ ছক্কা।
শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৫৮৭ রানে শেষ হওয়ার পর বাংলাদেশ আপাতত ৮৬-১। শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান নুয়ান প্রদীপ যখন ক্রিজে আসেন এ দিন, অন্য প্রান্তে সঙ্গকারা ব্যাটিং ২৮৬। দ্রুত তিনি বাংলাদেশের সেরা বোলার বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের (৫-১৪৮) এক ওভারে একটি বাউন্ডারি ও এক জোড়া ছক্কা হাঁকিয়ে ৩০২-এ পৌঁছে যান। এবং ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ব্যক্তিগত ৩১৯ রানে। ৪২৮ বলের ইনিংসে সঙ্গকারা মারেন ৩২টি চার ও ৮টি ওভার বাউন্ডারি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সঙ্গকারার ৩১৯-ই যেমন সব দেশের মধ্যে সর্বোচ্চ, তেমনই শ্রীলঙ্কান প্লেয়ারদের মধ্যে সঙ্গকারাই এক ইনিংসে সর্বাধিক ছক্কা (৮) মারার নজির গড়লেন আজ। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ১৩৭ বছরের ইতিহাসে সঙ্গকারারটা ২৭তম ট্রিপল সেঞ্চুরি। যা খেলেছেন ২৩ জন ব্যাটসম্যান। টেস্টে দু’টো করে ট্রিপল সেঞ্চুরি আছে চারজনেরব্র্যাডম্যান, লারা, সহবাগ ও গেল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.