গত মরসুম পর্যন্ত তিনি ছিলেন বাংলা শিবিরের অন্যতম মুখ। সেই ডব্লিউ ভি রামন এ দিন নেমে পড়লেন নতুন ভূমিকায়। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে বুধবার ইনিংস ‘ওপেন’ করলেন প্রাক্তন বাংলা কোচ। আইপিএল সেভেনের আগে শুরু হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের ট্রায়াল। এ দিন সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ট্রায়ালের জন্য এসেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়, অর্ণব নন্দী, সায়নশেখর মণ্ডল-সহ বাংলার ক্রিকেটাররা। নাইটদের নতুন ব্যাটিং কোচ ডব্লিউ ভি রামনের তামিলনাড়ু সহ ভিন রাজ্যের ক্রিকেটাররাও ছিলেন। রামন এবং নাইটদের সহকারী কোচ বিজয় দাহিয়ার উপস্থিতিতে তাঁরা কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেললেন। পরে ট্রায়াল দেখতে এসেছিলেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর এবং টিমের ছ’বছরের সদস্য লক্ষ্মীরতন শুক্ল। ট্রায়ালে যে ক্রিকেটারদের নাইট ম্যানেজমেন্টের পছন্দ হবে, তাদের নামের তালিকা করে পাঠানো হবে ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল নিলামে। |
যাতে তাঁদেরও নিলামে তোলা হয়। নাইটদের পছন্দের তালিকায় কারা আছেন, বৃহস্পতিবার সরকারি ভাবে জানাবে কেকেআর। এ দিকে, ৫-৬ ফেব্রুয়ারি কেকেআরের ট্রায়ালের জন্য পিছিয়ে দেওয়া হল ৬ ফেব্রুয়ারির সিএবি নকআউট ম্যাচ। কালীঘাট, শ্যামবাজারের মতো ক্লাবের বেশ কিছু ক্রিকেটার ট্রায়ালে আসছেন বলে ম্যাচ পিছিয়ে দেওয়া হল।
|
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। তার আগে এ দিন আইসিসি এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ জানিয়ে দিল। ভারত ১৭ মার্চ মীরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ১৯ মার্চ ইংল্যান্ডের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে সেখানেই। দু’দিনই ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে। একইসঙ্গে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (১৮ মার্চ) ও আয়ার্ল্যান্ড (২১ মার্চ)। দু’দিনই ঢাকায়। |