গত রবিবার রাতে আটক করা হয়েছিল ৫ হাজার। চারদিনের মাথায় ফের আটক হল ৭০০টি কচ্ছপ। পাচারের পদ্ধতিও একই। চটের বস্তায় নীচে কচ্ছপ রেখে উপরে মাছ দিয়ে ঢেকে ট্রাকে করে পাচার করা হচ্ছিল। বুধবার ভোররাতে অভিযান চালিয়ে বনগাঁ থানার পুলিশ একটি ট্রাক থেকে ওই ৭০০টি কচ্ছপ উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ট্রাকচালককে। তার বাড়ি উত্তর ২৪ পরগনারই গাইঘাটায়। বনগাঁ থানার আইসি চন্দ্রশেখর দাস বলেন, “রবিবার রাতে বনগাঁর কালুপুর এলাকায় যশোহর রোডে অভিযান চালিয়ে দু’টি ট্রাক থেকে প্রায় ৫ হাজার কচ্ছপ আটক করা হয়েছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে ১ নম্বর রেলগেটের কাছে যশোহর রোডে একটি ট্রাক থেকে ফের ৭০০টি কচ্ছপ উদ্ধার হয়েছে। এ বারও মাছভর্তি বস্তার নীচে কচ্ছপ রেখে পাচার হচ্ছিল। এগুলির দাম প্রায় ৪ লক্ষ টাকা।” তিনি জানান, কচ্ছপগুলির ওজন এক কিলো থেকে চার কিলোর মধ্যে। |
পুলিশ ও বন দফতর সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে সফল শেলড প্রজাতির কচ্ছরগুলি আনা হয়েছিল। মূলত বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যেই আনা হচ্ছিল সেগুলি। বার বার এ ভাবে কচ্ছপ উদ্ধার হওয়ায় চক্রের কারবারীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি শুধু এই জেলাই নয়, পাশ্ববর্তী জেলার বাজারগুলিতেও নজরদারি চালানোর পাশাপাশি এ নিয়ে প্রচার করা হচ্ছে।” |