আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। উপচে পড়েছে নিকাশি নর্দমাও। এলাকা জুড়ে পূতিগন্ধময় পরিবেশ। বছরখানেক ধরে রায়গঞ্জ রেল স্টেশন লাগোয়া এলাকা দূষণের আঁতুরঘর হয়ে উঠেছে। যাত্রী এবং বাসিন্দাদের অভিযোগ, স্টেশন কর্তৃপক্ষের গাফিলতিতে স্টেশন লাগোয়া এলাকায় নিয়মিত আবর্জনা সাফাই হয় না। এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের পিছনের এলাকা, ঘড়ি মোড় থেকে ফুটব্রিজ, ফুটব্রিজ সংলগ্ন কালীমন্দির থেকে স্টেশনে যাওয়ার রাস্তার দু’পাশ সহ স্টেশনে ঢোকার মূল রাস্তায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। পথচারী ও ভবঘুরেরা ওই এলাকায় অবাধে মল-মূত্র ত্যাগ করছেন। বাসিন্দাদের একাংশও আবর্জনা ফেলে যাচ্ছেন। অভিযোগ স্বীকার করে রায়গঞ্জ স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট জয়ন্ত চন্দ বলেন, “সাফাই-কর্মীর অভাবে স্টেশন সংলগ্ন এলাকায় নিয়মিত সাফাই করা হচ্ছে না। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের তরফে বেসরকারি সংস্থাকে আবর্জনা সাফাইয়ের বরাত দেওয়া হচ্ছে। পুরসভাকে ময়লা সাফ করাতে অনুরোধ করেছি।” পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস জানান, দূষণ-দুর্গন্ধ ঠেকাতে স্টেশন সংলগ্ন এলাকায় আবর্জনা সাফাই করা হয়। দ্রুত নিয়মিত আবর্জনা সাফাই করার কাজ শুরু করা না হলে রেল অবরোধের হুমকি দিয়েছেন নিত্যযাত্রীরা।
|
মেদিনীপুর শহরের মীরবাজারে বুধবার সকালে বিদ্যুতের তারে শক্ লেগে হনুমানটি মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে দমকল আসে। বন দফতরে ঘটনার খবর দেওয়া হয়। ঘটনার দু’ঘণ্টা কেটে যাওয়ার পরও বন দফতরের কেউ আসেননি। শেষে স্থানীয় বাসিন্দারা ভ্যানে চাপিয়ে হনুমানটিকে পশু হাসপাতালে নিয়ে যায়।
|
জঙ্গলে ঘাস কাটতে গিয়ে বাইসনের হামলা জখম হলেন এক বৃদ্ধ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে বক্সার রাজাভাতখাওয়া এলাকায়। জখম অবস্থায় ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ব্যক্তির নাম মন্তেস রাই। এদিন বিকেলে তিনি ২৩ মাইল এলাকার জঙ্গলে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সে সময় হঠাৎ বাইসনের সামনে পড়ে যান। |