টুকরো খবর
বিজেপির বাস আটকানোর অভিযোগ
ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে আরামবাগ মহকুমার একাধিক জায়গায় বিজেপি কর্মী-সমর্থক বোঝাই বাস আটকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে লোকজনকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পাল্টা মারে জখম হয়েছেন তিন তৃণমূল কর্মী। ওই ঘটনায় তিন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও শাসক দলের কেউ ধরা পড়েনি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। বিজেপি নেতা অসিত কুণ্ডুর অভিযোগ, ব্রিগেডে যাওয়ার জন্য আরামবাগে ৬৩টি বাস ভাড়া করা হয়েছিল। তৃণমূলের বাধায় বুধবার ৫৩টি বাস বেরোতে পারেনি। তিনি বলেন, “সিপিএমের কায়দায় সভায় যেতে দিল না তৃণমূল। মানুষ সব দেখছেন। ভোটে এর ফল ভুগতে হবে ওদের।” তৃণমূলের মারে তাঁদের জনা ১৫ কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করে হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “আমাদের ছেলেরা কোথাও বিজেপির বাসকে বাধা দেয়নি। ওরাই লোক না পাওয়ায় খালি বাস নিয়ে হাস্যস্পদ হচ্ছিল। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।” তৃণমূল নেতার অভিযোগ, বিনা প্ররোচনায় গোঘাটের হাজিপুরে বাস থামিয়ে তাঁদের দলের ছেলেদের মারধর করেছে বিজেপির লোকজন।”

ডোমজুড়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা-কর্মীরা
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিয়াড়ি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মমতাজ মোল্লা-সহ পাঁচ জন কংগ্রেস সদস্য ও একজন পঞ্চায়েত সমিতি সদস্য। তাঁদের সঙ্গে হাজার খানেক কংগ্রেস কর্মীও তৃণমূলের যোগ দিয়েছেন বলে শাসক দলের নেত-নেতৃত্ব দাবি করেছেন। বুধবার অঙ্কুরহাটিতে এক অনুষ্ঠানে দলবদলের সাক্ষী ছিলেন জেলা তৃণমূলের (শহর) সভাপতি অরূপ রায়, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচায-সহ অনেকে। এই এলাকা দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। সদ্য তৃণমূলে যোগ দেওয়া অঞ্চল প্রধান মমতাজ মোল্লা বলেন, “রাজ্যে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে সামিল হতেই আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে প্রায় হাজার খানেক কংগ্রেস কর্মী এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন।” জেলা কংগ্রেস সভাপতি কাজি আব্দুল রেজ্জাক বলেন, “আমি অসুস্থ আছি। তবে এই ঘটনা ঘটা অসম্ভব নয়। চারিদিকে পেশিশক্তি, অর্থের প্রলোভন চলছে।”

মারধরে অভিযুক্ত উপপ্রধান
এক কংগ্রেস নেতার পরিবারের মহিলাদের মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় খানাকুলের নতিবপুর-২ পঞ্চায়েতের নতিবপুর গ্রামের ঘটনা। উপপ্রধান অহেদ মল্লিক-সহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কংগ্রেস নেতা আসফার হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, অহেদ আচমকাই তাঁর বাড়ির চৌহুদ্দিতে ঢুকে গর্ত করে নিকাশি নালা করার চেষ্টা করে। আসফারের স্ত্রী মামণি বেগম বাধা দেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেয়। আসফারের মাসিমা রোকিয়া বেগম প্রতিবাদ করতে গেলে মারধর করে পুকুরে চোবানো হয়। অভিযোগ অস্বীকার করে অহেদ জানান, তিনি ঘটনাস্থলেই ছিলেন না।

আবেদনকারীদের বিক্ষোভ
স্কুল সার্ভিস কমিশনের ফর্ম না পেয়ে বিক্ষোভ দেখালেন আবেদনকারীরা। বুধবার সকালে উলুবেড়িয়া পোস্ট অফিসের সামনে প্রায় শ’চারেক আবেদনকারী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দু’দিন ধরেই ওই পোস্ট অফিসে ফর্ম পাওয়া যাচ্ছে না। রাত থেকে লাইন দিয়েও এ দিনও ফর্ম পাওয়া যায়নি। তাঁরই প্রতিবাদে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পোস্ট মাস্টার অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “আমাদের কাছে ফর্ম ফুরিয়ে যাওয়াতেই দিতে পারিনি। আজ ফর্ম এনেছি, বৃহস্পতিবার থেকে তা দেওয়া হবে।”

সোনা উদ্ধার
ফের কয়েক কোটি টাকার সোনা উদ্ধার। মঙ্গলবার রাতে সাঁতরাগাছি স্টেশনে একটি ব্যাগ থেকে সাড়ে ৭ কেজির বেশি সোনার গয়না উদ্ধার হয়। রেলপুলিশ জানায়, ওই রাতে ফলকনুমা এক্সপ্রেস আসার পরে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে সেটি ফেলে পালান। রেলপুলিশের ধারণা, স্টেশনে পুলিশ দেখে ধরা পড়ার ভয়েই তিনি ব্যাগ ফেলে পালান। রেলপুলিশ দেখে, ব্যাগে সাদা খামে সোনার গয়না। রেলপুলিশের ধারণা, গয়নাগুলি কোনও বেসরকারি সংস্থার বন্ধকী গয়না হতে পারে। বুধবার ডিআইজি (রেল) স্বপন মাইতি বলেন, “ব্যাগে রাখা ৩৫২টি খাম থেকে মোট ৭ কেজি ৩৫২ গ্রাম গয়না উদ্ধার হয়েছে। মনে হচ্ছে এটা কোনও সোনা রেখে ঋণ দানকারী সংস্থার গয়না। কেউ চুরি করেছিল।”

লরিতে পিষ্ট
মোটরসাইকেল সারাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু দোকানে পৌঁছনোর আগে বাড়ি থেকে কিছু দূরেই লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রাক্তন সেনা অফিসারের। বুধবার, বালিতে। মৃতের নাম মনোরঞ্জন পাল (৬৬)। তিনি নিশ্চিন্দা ঘোষপাড়ার বাসিন্দা। আটক হয়েছে লরিটি। গ্রেফতার হয়েছে চালক। পুলিশ জানায়, বালিঘাট স্টেশনের কাছে দু’নম্বর জাতীয় সড়ক ও বালি ব্রিজের মোড় ঘোরার সময়ে মনোরঞ্জনবাবুর বাইকের সঙ্গে লোহা-বোঝাই লরির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.