মুণ্ডেশ্বরীর উপরে কংক্রিটের সেতু |
কী প্রয়োজন? অবিলম্বে মুণ্ডেশ্বরী নদীর উপরে ‘কুলিয়া-ভাটোরা’ কংক্রিট সেতু চাই।
কেন? রূপনারায়ণ-মুণ্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল চিৎনান-ভাটোরা সড়ক যোগাযোগ থেকে এখনও বিচ্ছিন্ন। এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র, শাখা ব্যাঙ্ক, বিদ্যালয় থাকলেও তা প্রশাসনিক নিবিড়তা হারাচ্ছে।
প্রস্তাব: কুলিয়া-ভাটোরা কংক্রিট সেতু নির্মাণ হলে হাওড়ার আমতা-২, বাগনান-২, পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ঘাটাল এবং হুগলির খানাকুল, আরামবাগ এলাকার মানুষও বিশেষ ভাবে উপকৃত হবে। বিষয়টি আমি রাজ্যের পূর্তমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।
পবিত্র পাঁজা, বাগনান।
|
কী প্রয়োজন? হাওড়া জেলার জগদীশপুর-১ গ্রাম পঞ্চায়েতের অধীন কোলেপাড়া শিবতলা থেকে তাঁতিপাড়া পথটি কংক্রিটের নির্মাণ করা হোক।
কেন? এই পথটির চার ভাগের এক ভাগ ইট পাতা। বাকিটা ভাঙা ইটের খোওয়া, রাবিশ ফেলা। কোথাও শুধুমাত্র কাদা-মাটির। এই পথে সাইকেল চালানো বা হাঁটাও কঠিন।
প্রস্তাব: হুগলি-হাওড়া জেলার সংযোগকারী রামকৃষ্ণবাটি থেকে বাঁইগাছির উপর দিয়ে পাকা পথ গিয়েছে ষষ্ঠীতলা পর্যন্ত। জগদীশপুর-১ পঞ্চায়েতের কর্তৃপক্ষের কাছে আবেদন, এই অবহেলিত অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি অবিলম্বে কংক্রিটের নির্মাণ করা হোক।
এ এফ কামরুদ্দিন আহমেদ, বাঁদপুর। |