|
|
|
|
রাঁচিতে আপের নেতাকে ডিম
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
৫ ফেব্রুয়ারি |
দিল্লির রাজপথের পর এ বার রাঁচি।
আপ-এর বিক্ষোভে চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডের রাজধানীতে। তবে, এ বার বিরোধী কেউ নয়, দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ জানালেন আপ কর্মী-সদস্যরা। দলের এক নেতার দিকে ছোঁড়া হল ডিম, টম্যাটো।
আজ বিকেলে রাঁচির সার্কুলার রোডে একটি হোটেলের সামনে ঘটনাটি ঘটে। বিশৃঙ্খলার জেরে কার্যত ভেস্তে যায় ‘আক্রান্ত’ নেতার সাংবাদিক সম্মেলনও। রাঁচির সার্কুলার রোডের একটি হোটেলে ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার কমিটির বিষয়ে সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন ‘আপ’-এর ঝাড়খণ্ড এবং বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ ত্রিপাঠী। তিনি সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন দলের স্থানীয় কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, রাঁচি বা ঝাড়খণ্ডে যাঁরা ‘আপ’-এর সক্রিয় সদস্য, তাঁদের সঙ্গে আলোচনা না-করেই কেন্দ্রীয় নেতৃত্ব ১১ জনের নির্বাচনী প্রচার কমিটি তৈরি করেছেন। ওই কমিটির ২-৩ জন ছাড়া অন্যদের কথা শুনতে তাঁরা রাজি নন বলে জানান বিক্ষোভকারীরা।
রাঁচি জেলার আপ সচিব অমৃত রমনের কথায়, “দল গণতন্ত্রের কথা বলছে। কিন্তু নির্বাচনী প্রচার কমিটি তৈরির সময় আমাদের সঙ্গে পরামর্শ করছে না। এটা গণতন্ত্র হতে পারে না। ওই কমিটির বেশিরভাগই দলের সক্রিয় কর্মী নন।”
বিক্ষোভের মধ্যেই ত্রিপাঠীর দিকে ডিম ও টম্যাটো ছোঁড়া হয়। তবে আপের স্থানীয় কর্মকর্তারা সে কথা অস্বীকার করেছেন। জেলার আহ্বায়ক অজয় চৌধুরি বলেন, “ডিম কে ছুঁড়েছে জানি না। এক বছরের মধ্যে এখানে প্রায় ৫০ হাজার সদস্য হয়েছেন। কিন্তু এখানকার নির্বাচনী প্রচার কমিটি তৈরির সময় আমাদের মতামত নেওয়া হল না।” |
|
|
|
|
|