|
|
|
|
অপহৃত টেলিকম কর্মীকে খুনের হুমকি জঙ্গিদের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
৫ ফেব্রুয়ারি |
মিজোরামে অপহৃত টেলিকম কর্মী দীপ মণ্ডলকে খুনের হুমকি দিল অপহরণকারীরা।
গতকাল জঙ্গিরা ফের দীপবাবুর পরিবার ও তাঁর দফতরের কর্তার সঙ্গে কথা বলে। অপহৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁর পিসতুতো দাদা অর্ণব মণ্ডল জঙ্গিদের জানান, তাঁদের পরিবার ও দীপের অফিস মিলিয়ে ৫ লক্ষ টাকা জোগাড় করা গিয়েছে। তার বেশি টাকা দেওয়ার সাধ্য তাঁদের নেই। অর্ণববাবুকে জঙ্গিরা জানায়, এত কম টাকার বিনিময়ে দীপকে ছাড়া সম্ভব নয়।
অর্ণববাবু বলেন, “অপহরণকারীরা বাংলাতেই কথা বলল। ওরা জানাল, আমরা যে গরীব তার খবর পেয়েছে। কিন্তু, এত কম টাকা মুক্তিপণ নিতে রাজি নয়। আমরা বলেছি, এর চেয়ে বেশি টাকা জোগাড় করতে পারব না। কত টাকা পেলে ওরা দীপকে ছাড়বে তা বলেনি। ফোন রাখার আগে বলে, এটাই শেষ ফোন। এর পর দীপকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়।”
অপহৃত টেলিকম-কর্মীর বাবা নিখিল মণ্ডল বলেন, “এই প্রথম জঙ্গিরা সরাসরি আমাদের সঙ্গে কথা বলল। জঙ্গিদের কাছে আমাদের আর্জি, ও (দীপ) তো কোনও দোষ করেনি। পেটের দায়ে চাকরি করছে। ওকে ওরা নিঃশর্তে মুক্তি দিক।” ওই ফোনের প্রেক্ষিতে গোটা পরিবার প্রচণ্ড উদ্বেগে রয়েছেন। উৎকণ্ঠা ছড়িয়েছে ইন্দাসেও। মামিতের এসপি রোডিংলিয়ানা চাওংথু বলেন, “দীপের বাড়ির লোকের উপরে চাপ দিতেই ফোনে ভয় দেখানো হয়েছে। ওরা অপহৃতদের হত্যা করেনি। আশা করি দীপকেও অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারব।” |
|
|
|
|
|