বই আর হইচইয়ে বুধবারও জমজমাট ছিল বইমেলা। সরস্বতী পুজোর ছুটির আমেজ যেন কাটেনি এ দিনও। দুপুর গড়িয়ে বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে ক্রমশ। এবং এ দিন বইমেলা ছিল শান্তিপূর্ণ।
এ দিন বইমেলায় ছিল বাংলাদেশ দিবস। সেই উপলক্ষে বই ও সভ্যতা নিয়ে আলোচনা হয়। এ দিনই প্যারাগুয়ের সাহিত্যের পাঁচটি বইয়ের বাংলা ও ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়।
পাশাপাশি, এ দিন পাকিস্তান ও ভিয়েতনাম থেকে কবিরা হাজির ছিলেন বইমেলায়। সব মিলিয়ে একটা আন্তর্জাতিক আবহ তৈরি হয় এ দিনের বইমেলায়।
বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই এ দিন প্রকাশিত হয়েছে। শাঁওলি মিত্রের সম্পাদনায় আনন্দ থেকে বেরিয়েছে শম্ভু মিত্রের ‘রচনাসমগ্র’ প্রথম খণ্ড। বিশ্বভারতী নিয়ে যোগেন চৌধুরীর নানা ভাবনার বই ‘আমাদের শান্তিনিকেতন: আমাদের সব হতে আপন’ বেরিয়েছে।
প্রকাশিত হয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর আঁকা বহু ছবি নিয়ে শেখ চিলির দুষ্প্রাপ্য বই ‘ফোকটেলস অব হিন্দুস্থান’। এ ছাড়া আছে মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের ‘কাঁটাতার জড়িয়ো শরীরে’, অলোক রায় সম্পাদিত ‘রবীন্দ্রনাথের প্রগতি ভাবনা’।
ছোট পত্রিকার টেবিলগুলিও এ দিন ছিল বেশ জমজমাট। কয়েকটি পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে। ‘রক্তমাংস’র ২৫ পূর্তি সংখ্যা, ‘বাকপ্রতিমা’, ‘রসাতল’ খেলাধূলা সংখ্যা প্রকাশিত হয়েছে।
তথ্যের অধিকার আইন নিয়ে মানুষকে সচেতন করতে এ বারেও বইমেলায় তৈরি হয়েছে একটি স্টল। আজ, বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে পদযাত্রাও করবেন তাঁরা। |