বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা |
রাস্তায় পড়ে আছে দুমড়ে যাওয়া একটি মোটরবাইক। পাশেই পড়ে রয়েছেন তিন জন যুবক। বুধবার ভোরে ই এম বাইপাসে সার্ভে পার্ক থানা এলাকার বাঘা যতীন উড়ালপুলের উপরে এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দু’জন মারা যান। তৃতীয় জনের মৃত্যু হয় হাসপাতালে। মৃতদের নাম আশিস দে (২৩), ছোটু দাস (২২) ও সঞ্জয় চক্রবর্তী (২৪)। তিন জনই সোনারপুর থানার সারদাপল্লির বাসিন্দা। আশিস ইলেকট্রিকের দোকানের কর্মী ছিলেন, ছোটু কল সারাইয়ের মিস্ত্রি আর সঞ্জয় কাজ করতেন একটি সোনার দোকানে। মোটরসাইকেলটি সঞ্জয়ের বলেই জানতে পেরেছে পুলিশ। তিন জনের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানান তদন্তকারীরা। পুলিশের অনুমান, ভোরে ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাওয়ার সময়ে কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল মোটরবাইকটির। ঘাতক গাড়িটির খোঁজে বাইপাসের কয়েকটি সিগন্যালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাসপাতালে মৃত যুবকদের পড়শিরা জানান, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্যই ভোরে রওনা দেন ওই তিন জন। এ দিন সারদাপল্লিতে গিয়ে দেখা যায়, তিন জনের বাড়ির সামনেই পড়শিদের ভিড়। আশিসের বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁর মা অসুস্থ থাকায় ছেলের মৃত্যুসংবাদ জানানো হয়নি। অন্য দিকে ছোটুর মা বলেন, “ছেলে রাতে বাড়ি ফিরে শুয়ে পড়েছিল। দক্ষিণেশ্বরে যাওয়ার কথা জানায়নি। কখন যে বেরিয়ে গিয়েছে, জানতেও পারিনি।”
|
দ্রুত পরিষেবা পেতে টালিনালার ধার বরাবর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ও সেচ দফতর নিয়ন্ত্রিত সব ক’টি নিকাশি পাম্পের দায়িত্ব নিল কলকাতা পুরসভা। বুধবার মেয়র পারিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশকেই কার্যত সিলমোহর দিলেন পুর-কর্তৃপক্ষ। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই টালিনালার ধার বরাবর কেএমডব্লুএসএ ও সেচ দফতর নিয়ন্ত্রিত সব নিকাশি পাম্পের দায়িত্ব নিল পুরসভা। টালিনালা পরিষ্কারও করবে পুরসভা।” শোভনবাবু জানান, টালিনালা সংলগ্ন খালেরও রক্ষণাবেক্ষণ করবে পুরসভাই। ইতিমধ্যে পলি সরানোর কাজ শুরু করেছে সেচ দফতর। এর পরে বাড়তি কোনও সংস্কার করতে হলে সেই কাজ করবে পুরসভাই। পুরসভার অভিযোগ, মাঝেমধ্যেই ওই খালধার সংলগ্ন পাম্প বিকল হয়ে যাওয়ায় নিকাশির সমস্যা হয়। পাম্পিং স্টেশনগুলি পুরসভার দায়িত্বে না থাকায় সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সময় লাগে বলেও অভিযোগ আসে। তাই এই হস্তান্তরের সিদ্ধান্ত। সেচমন্ত্রী রাজীব বন্দ্যেপাধ্যায় বলেন, “এই ধরনের হাস্তান্তরে কাজ দ্রুত হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। এ দিন সেই নির্দেশই বলবৎ করা হল।”
|
ধরা পড়ল দমদমের কুখ্যাত দুষ্কৃতী গৌতম বড়াল ওরফে গেদু। বুধবার লেকটাউনে বাড়ির কাছ থেকেই ধরা পড়ে সে। পুলিশ জানায়, ডিসেম্বরে লেকটাউন থানার হরিজন পল্লিতে আর এক দুষ্কৃতী রাজেশ নায়েকের বোনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। দু’পক্ষের মারপিট হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যায় ডায়নস নামে এক দুষ্কৃতী। এর পরে দমদম থানার শ্যামনগর খালপাড়ে এক যুবক গুলিবিদ্ধ হন। দু’টি ঘটনাতেই অভিযুক্ত ছিল গেদু। এ দিন বিধাননগর আদালতে তার চার দিনের পুলিশি হেফাজত হয়।
|
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার, সার্ভে পার্ক থানার নস্কর পাড়া রোডে। মৃতের নাম হেমন্ত নস্কর (৪৮)। তিনি ওএনজিসি-র প্রাক্তন কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে কাজ থেকে ফিরে হেমন্তবাবুর স্ত্রী তাঁকে বাড়ির অ্যাসবেস্টসের ছাদ থেকে কেব্লের তারের ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হেমন্তবাবু কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।
|
ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী আসছেন কলকাতায় |
গত বছর কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার কথা বলেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আর এ বার মুখোমুখি সেই বিষয়ে কথা বলতে আসছেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী গ্রেগ বার্কার। ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেগ-সহ ব্রিটেনের ২০ জন বণিক প্রতিনিধির একটি দল থাকছেন ভারতে। মুম্বই, দিল্লির পাশাপাশি তাঁদের গন্তব্যের তালিকায় ঠাঁই পেয়েছে কলকাতাও। ৭ ফেব্রুয়ারি তাঁরা আসছেন কলকাতায়। |