এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাঁর সম্পর্কের এক কাকাকে গ্রেফতার করল পুলিশ। মেমারির আন্দুর গ্রামের এই ঘটনায় ধৃত ব্যক্তির নাম সুধীর ক্ষেত্রপাল। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। মেমারি থানা সূত্রে জানা গিয়েছে, মানসিক প্রতিবন্ধী ওই তরুণীর বাবা-মা খেতমজুর। গত ২৮ জানুয়ারি ভোরে তাঁরা মাঠে কাজ করতে বেরিয়ে যান। তখনই ওই তরুণীকে একা ঘরে পেয়ে ওই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু ঠিক মতো কথা বলতে না পারায় এই ঘটনা মেয়েটি বাবা-মাকে জানাতে পারেনি বলে পুলিশ জেনেছে। শেষে ৩ ফেব্রুয়ারি তাঁর মা মেয়ের কাছে ঘটনাটি জানতে পারেন। পর দিনই তরুণীর বাবা মেমারি থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ওই তরুণী ও ধৃত, দু’জনেরই ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বুধবার। তবে তার রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। অভিযোগকারীর বয়ানের ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দিন বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ধৃতকে চার দিন মেমারি থানার পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
|
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মা ও তাঁর শিশু কন্যার। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মন্তেশ্বরের কামারশাল মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আজমীরা বিবি (৩০) পাপিয়া খাতুন (৩ মাস)। মৃতদের বাড়ি মঙ্গলকোটের ধারসোনা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মোর্তাজা শেখ নামে এক ব্যক্তি মোটর বাইকে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে মন্তেশ্বরের মৌসা গ্রামে এক আত্মীয়ের শেষকৃত্য যোগ দিতে যাচ্ছিলেন। বেলা সাড়ে দশটা নাগাদ মোর্তাজা শেখ কামারশাল মোড়ে মোটর বাইক দাঁড় করিয়ে বাজারে কেনাকাটা করতে যান। সেই সময়ে একটি মোটর ভ্যান আচমকা মোটর বাইকটিকে ধাক্কা মারে। টান সামলাতে না পেরে মোটর বাইক থেকে ছিটকে পড়েন আজমীরা বিবি ও তার শিশুকন্যা। সেই সময় একটি লরি তাঁদের পিষে দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
|
মত্ত অবস্থায় পাইপগান হাতে গ্রামের বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হল সিভিক পুলিশের এক স্বেচ্ছাসেবীকে। পুলিশ জানায়, ধৃতের নাম উত্তমকুমার প্রামাণিক। বাড়ি ভাতার থানার বড়বেলুনে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “উত্তমবাবু মদ্যপ অবস্থায় হাতে পাইপগান নিয়ে গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছিলেন। গ্রামবাসীদের অনেকে থানায় এই খবর জানালে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে।”
|
লরির চাপা পড়ে মৃত্যু হল মা ও তাঁর শিশু কন্যার। ঘটেছে বুধবার মন্তেশ্বরের কামারশাল মোড়ের ঘটনা। মৃতাদের নাম আজমীরা বিবি (৩০) পাপিয়া খাতুন (৩ মাস)। বাড়ি মঙ্গলকোটের ধারসোনা গ্রামে। এ দিন সকালে আজমীরা তাঁর শিশুকন্যাকে নিয়ে স্বামী মোর্তাজা শেখের সঙ্গে মন্তেশ্বরের মৌসা গ্রামে এক আত্মীয়ের শেষকৃত্য যোগ দিতে যাচ্ছিলেন। মোর্তাজা মোটরবাইক দাঁড় করিয়ে বাজারে যান। সেই সময়ে একটি মোটর ভ্যান আচমকা মোটরবাইকে ধাক্কা মারে।
|
মত্ত অবস্থায় পাইপগান হাতে গ্রামের বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হল সিভিক পুলিশের এক স্বেচ্ছাসেবীকে। ধৃতের নাম উত্তমকুমার প্রামাণিক। বাড়ি বর্ধমানের ভাতারে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “উত্তমবাবু পাইপগান নিয়ে গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছিলেন। |