নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের যোগদানে উৎসাহিত করায় পুরস্কৃত হল চারটি দুর্গা পুজো কমিটি। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, রাজ্য নির্বাচন কমিশনার ঘোষণা করেছিলেন, শিল্পাঞ্চলের যে সব পুজো কমিটি সাধারণ নির্বাচনে নাগরিকদের যোগদানের আহ্বান সংক্রান্ত থিম ভাল ভাবে তুলে ধরবে, তাদের পুরস্কৃত করা হবে। সেই মতো আসানসোলের কেন্দা ফুটবল গ্রাউন্ড পুজো কমিটি, জামুড়িয়া শ্রী দুর্গা সেবা সমিতি, দুর্গাপুরের অগ্রণী সঙ্ঘ ও নবারুণ পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে বুধবার।
|
ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ বিহার থেকে দু’জনকে গ্রেফতার করেছে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, বিহারের কল্যাণপুর থেকে তাদের গ্রেফতার করে আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তুলে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। ধৃত আর কোন ঘটনায় জড়িত খোঁজ নিচ্ছে পুলিশ।
|
নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের যোগদানে উৎসাহিত করায় পুরস্কৃত হল চারটি দুর্গা পুজো কমিটি। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, রাজ্য নির্বাচন কমিশনার ঘোষণা করেছিলেন, শিল্পাঞ্চলের যে সব পুজো কমিটি সাধারণ নির্বাচনে নাগরিকদের যোগদানের আহ্বান সংক্রান্ত থিম ভাল ভাবে তুলে ধরবে, তাদের পুরস্কৃত করা হবে। সেই মতো আসানসোলের কেন্দা ফুটবল গ্রাউন্ড পুজো কমিটি, জামুড়িয়া শ্রী দুর্গা সেবা সমিতি, দুর্গাপুরের অগ্রণী সঙ্ঘ ও নবারুণ পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে বুধবার।
|
ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ বিহার থেকে দু’জনকে গ্রেফতার করেছে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, বিহারের কল্যাণপুর থেকে তাদের গ্রেফতার করে আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তুলে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। তিনি আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় তারা অপকর্ম ঘটিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
|
দুর্গাপুর
চিত্র প্রদর্শণী ও মহিলাদের হস্তশিল্প শিক্ষা। ক্লাব প্রাঙ্গন।
দুপুর ২টো ও বিকাল চারটা। উদ্যোগ: নিউ তরুণ সঙ্ঘ, ভিড়িঙ্গী।
কাটোয়া
বিচিত্রানুষ্ঠান। খাজুরডিহি। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: চৈতালী সঙ্ঘ। |