শুধু শহর নয়, কালনার গ্রামে-গঞ্জেও সরস্বতী পুজো নিয়ে উদ্দীপনা তুঙ্গে। সুলতানপুর পঞ্চায়েতের উপলতি গ্রামে এ বার পুজোর থিম ‘বারো মাসে তেরো পার্বণ’। গ্রামের বারোয়ারি তলায় গোলাকার মণ্ডপে মাটির মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে দুর্গা পুজো, কালী পুজো, পয়লা বৈশাখ-সহ নানা উৎসবের চিত্র। মাসখানেকের চেষ্টায় মণ্ডপটি সাজিয়েছেন টুবাই ভট্টাচার্য নামে গ্রামের এক শিল্পী। গ্রামের দুলেপাড়ার মণ্ডপও আকর্ষণীয় করে তোলা হয়েছে নানা মডেল দিয়ে।
|
অর্থ লগ্নি সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন মানুষ, সরস্বতী পুজোর মণ্ডপে এমনই দৃশ্য ফুটিয়ে তুলেছে নিউ সিংরাইল ক্লাব। কী ভাবে সাধারণ মানুষ বেশি অর্থের লোভে পা বাড়াচ্ছেন, শেষে কী পরিস্থিতি তৈরি হচ্ছেএ সবই দেখানো হয়েছে মডেলের মাধ্যমে। মণ্ডপে উঠে এসেছে সারদা-কাণ্ড। উদ্যোক্তারা জানান, সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।
|
নজর কাড়তে এ বার বড় প্রতিমার দিকে ঝুঁকেছে তামাসাপুর গ্রামের ন্যায় সঙ্ঘ ক্লাব। এ বার তাঁদের প্রতিমার উচ্চতা ২৪ ফুট। এত বড় প্রতিমা পুজো করা খানিকটা অসুবিধার, তাই নীচে রাখা হয়েছে আরও একটি প্রতিমা। লিচুতলা এলাকার এক শিল্পী প্রতিমা তৈরি করেছেন। পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বন্দোবস্ত করেছেন উদ্যোক্তারা।
|
নানা ক্লাব ছাড়াও বহু পরিবার কালনায় রীতিমতো ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন করে। লালবাগান পাড়ায় অসীম বিশ্বাসের বাড়ির প্রতিমা এ বার সাবান দিয়ে গড়া। সেটি রাখা হয়েছে একটি কাঁচের বাক্সে। তার চার পাশে রয়েছে নানা রঙিন নানা পাথর। প্রতিমাটি তৈরি করেছেন শহরের এক শিল্পী। বাড়ির পুজোতেও জমছে ভিড়।
|
সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে নিজেদের নানা শিল্পকর্মের প্রদর্শনী করল পড়ুয়ারা। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে মণ্ডপে নানা মণিষীর ছবি রেখেছিল তারা। তার মধ্যে বেশ কিছু ছবি তৈরি করা হয়েছে ডাল, সাবু ইত্যাদি উপকরণ দিয়ে। এ ছাড়া ছিল দূষণের কুফলের কথা জানাচ্ছে, এমন ছবিও।
|
ভাঁড়, হাঁড়ি, কলসি-সহ মাটির নানা সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে শহরের বারুইপাড়া বারোয়ারির মণ্ডপ। সেখানে থিম রবীন্দ্রনাথ ঠাকুরের নানা কবিতা। রয়েছে নারী নির্যাতনের দৃশ্যও। উদ্যোক্তাদের দাবি, অন্য ধরনের এই মণ্ডপের টানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। |