রাস্তা থেকে অনেক দিন আগেই উঠে গিয়েছে পিচ। তৈরি হয়েছে বড় গর্ত। জামুড়িয়া রেলগেট থেকে চুরুলিয়ার মধুডাঙা পর্যন্ত রাস্তার দশা এমনই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা সারানোর বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হয়েছে। পথ অবরোধও করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া থেকে কবি নজরুল ইসলামের জন্মভিটে চুরুলিয়ার দূরত্ব প্রায় ৮ কিমি। এর মধ্যে জামুড়িয়া রেলগেট থেকে মধুডাঙা পর্যন্ত ৫ কিমি রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। আগে আসানসোল থেকে ভায়া তালতোড় হয়ে তিনটি এবং রানিগঞ্জ থেকে ভায়া জামুড়িয়া হয়ে দু’টি বাস চুরুলিয়া যেত। এখন সেগুলি বন্ধ। আসানসোল মহকুমা মিনি বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলেন, “বেহাল রাস্তার কারণেই ওই রাস্তায় বাস মালিকেরা বাস চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছেন। কারণ বাসে যেটুকু লাভ হচ্ছিল সেই টাকা গ্যারেজে চলে যাচ্ছিল।” আপাতত এই রাস্তা দিয়ে যাতায়াতের ভরসা হল চারটি ট্রেকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ট্রেকারগুলি কয়লা পরিবহণের মাধ্যমে পরিণত হয়েছে। ফলে ট্রেকারে সাধারণ মানুষকে উঠতেও বেগ পেতে হয়। কয়েক মাস আগে রাস্তা সারানোর দাবিতে ট্রেকারগুলিও ধর্মঘট করেছিল। |
জামুড়িয়া থেকে ভায়া শিরিশডাঙা, মধুডাঙা হয়ে চুরুলিয়াগামী এই রাস্তাটির মধ্যে ছয় কিমি জেলা পরিষদের ও দু’কিমি জামুড়িয়া পুরসভার অর্ন্তগত। শুধু যাতায়াতের কারণেই নয়, প্রশাসনিক দিক থেকেও এই রাস্তা বেশ গুরুত্বপূর্ণ। রাস্তার পাশে রয়েছে পুরসভার উপস্বাস্থ্য কেন্দ্র ও জন স্বাস্থ্য দফতরের পানীয় জল সরবরাহের ওভারহেড ট্যাঙ্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সত্তর এলাকা থেকে প্রেম বাজার পর্যন্ত এলাকায় রাস্তায় যে কোনও দিন পিচ ছিল সেটা বোঝাই দায়। লাইকাপুর সংলগ্ন রাস্তা বারবার মোরাম ফেলা হলেও সেই মোরামও অনেক জায়গায় উঠে গিয়েছে। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে জামুড়িয়া থেকে চুরুলিয়াগামী গাড়িগুলি রাস্তার পাশের একটি মাঠ দিয়ে যাতায়াত করেন। ফলে এখন মাঠের ওই অংশই রাস্তায় পরিণত হয়েছে। রাস্তা খারাপ হওয়ার কারণে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। মাস ছয়েক আগে এই রাস্তায় পথ দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছিলেন। খানাখন্দে ভরা এই রাস্তার সংস্কারের দাবিতে এখনও পর্যন্ত ১২ বারের বেশি রাস্তা অবরোধ করা হয়েছে।
জেলা পরিষদের দেবু টুডুর দাবি, “জেলা জুড়ে যত বেহাল রাস্তা রয়েছে, সব গুলিই সারানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দু’মাসের মধ্যেই কাজ শুরু হবে।” জামুড়িয়া পুরসভার পুরপ্রধান সিপিএমের ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই রাস্তার মধ্যে পুরসভার যে অংশ রয়েছে সেই জায়গায় আমরা পাথর ফেলা শুরু করেছি। সেখানে পিচের রাস্তা করা হবে।”
নতুন সরকার ক্ষমতায় আসার পরে আসানসোলে কবি নজরুল ইসলামের স্মৃতিতে তৈরি হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়। কিন্তু কবির জন্ম যেখানে সেই চুরুলিয়া যাওয়ার জন্য রাস্তার হাল কবে ফিরবে? স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন এখন সেটাই। |