টুকরো খবর
প্রার্থী নিয়ে আজ বৈঠকে মোর্চা নেতৃত্ব
আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে তাদের প্রার্থী কে হবেন তা নিয়ে আজ, বুধবার জামুনি এলাকায় আলোচনায় বসার কথা মোর্চা নেতৃত্বের। তাঁরা প্রার্থী দেবেন না কি অন্য কোনও দলের সঙ্গে জোট করে তাদের প্রার্থীদের সমর্থন জানাবেন তা জানতেই আগ্রহী রাজনৈতিক মহল। মোর্চার একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন শাখা সংগঠন এবং প্রতিষ্ঠানগুলির নেতা সদস্যদের নিয়ে জামুনিতে এ দিন ঘরোয়া অনুষ্ঠানের কথা জানানো হলেও সেখানে লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তাই শুধু পাহাড়ের-ই নয়, তরাই এবং ডুয়ার্সের বিভিন্ন শাখা সংগঠনগুলির নেতা, প্রতিনিধিদেরও তারা এখানে ডেকেছেন। সহ-সম্পাদক জ্যোতি রাই বলেন, “ওই বৈঠকে আলোচনা হবে। লোকসভা প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা থাকলেও তা এখনও নিশ্চিত নয়।” উল্লেখ্য, গত ২৪ জানুয়ারিতে সুকনায় একটি স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে ৫ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। সে কারণে দলেরও নিচুস্তরের কর্মী-সমর্থকদের ধারণা জামুনিতে এই আলোচনাতেই প্রার্থীর বিষয়টি চূড়ান্ত করতে চাইছেন নেতৃত্ব।

আমবাড়ি-কাণ্ডে ধৃত প্রতিবেশী
আমবাড়ির বলরামপুর এলাকায় চার জনকে কুপিয়ে, পুড়িয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১ প্রতিবেশীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে ধৃতকে তাঁর বাড়ি থেকেই ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম নাড়ু মহম্মদ। ওই ঘটনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আরও তিনজনকে থানায় পুলিশ জেরা করে। তবে তাঁদের গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে তেমন অগ্রগতি যেমন হয়নি।, তেমনই দুটি দেহ শনাক্ত করা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। কারণ, পুলিশ নিহতদের মধ্যে দুটি দেহ গুরুঙ্গ ওরফে জাভেদ এবং জাফরুলের বলে ভাবলেও বাড়ির লোকজন তা মানতে নারাজ। তাই পুলিশের পক্ষ থেকে এলাকার পঞ্চায়ত সদস্য সমিরুদ্দিনকে দেহ শনাক্তের দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, তিনিও বিষয়টি স্পষ্ট করতে পারেনননি। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “দুটি দেহ শনাক্ত করা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা চার জনের মধ্যে দুজনের পরিচয় নির্দিষ্ট করেছি। বাকি দুজনকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে।”

বাণী-বন্দনা আলিপুরদুয়ারে
দিনভরই আলিপুরদুয়ার শহরে চলল বাগদেবীর আরাধনা। মঙ্গলবার আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে প্রভাতফেরী অনুষ্ঠান হয়। স্কুলে কেক কাটেন মহকুমা শাসক নিখিল নির্মল। গত ২ ফ্রেব্রুয়ারি থেকে সুবর্ণ জয়ন্তী পালন করছে আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দির। স্কুলের প্রধান শিক্ষিকা কাকলি ভৌমিক বলেন, ২ ও ৩ তারিখ নানা অনুষ্ঠান হয়েছে। এ দিন স্কুলে শিক্ষিকা ও ছাত্রীরা মিলে সরস্বতী পুজো করেছেন। আজ বুধবার স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান রয়েছে। এ দিন প্যারেডগ্রাউন্ড মাঠ একটি সংগঠনের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে বইরে ব্যাগ বিতরণ করা হয়।

পাঁচটি বাড়িতে লুটপাঠ
এক রাতে পাঁচ বাড়িতে চুরির ঘটনায় বেলাকোবার বড়বাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার রাতে ওই ঘটনার পরে পুলিশ টহল বাড়ানোর দাবিতে বাসিন্দারা সরব। তাঁদের অভিযোগ, রাতে পুলিশের টহলদারি চোখে পড়ে না। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সহজে চুরি ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।” ঘটনার খবর পেয়ে এলাকায় যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। সোমবার গভীর রাতে দুস্কৃতীরা পাঁচটি বাড়ি থেকে অন্তত ১০ লক্ষ টাকার সোনার অলঙ্কার এবং অন্য সামগ্রী চুরি করে চম্পট দেয়। কনকনে ঠান্ডা থাকায় কেউ রাতে টের পায়নি। সকালে উঠে দেখেন কোনও বাড়ির গ্রিল খোলা, কোনও বাড়িতে সিধ কাটা। দুষ্কৃতীদের একটি দলই চুরির ঘটনায় জড়িত বলে বাসিন্দাদের সন্দেহ। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক বলেন, “রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছি।”

দুর্ঘটনায় মৃত দুই
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে ফালাকাটা থানার ডালিমুর গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায় মৃত দুই যুবকের নাম সঞ্জীব ভৌমিক (২০) এবং রাজু চৌধুরী (২১)। তারা ডালিমপুর এলাকার বাসিন্দা। বাইক মেরামতির গ্যারেজে কাজ করতেন। এদিন তারা ফালাকাটায় যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কা লাগে।

তিন দিনের উৎসব
মঙ্গলবার ময়নাগুড়িতে শুরু হল তিনদিনের খুকশিয়া পর্যটন উৎসব। খুকশিয়া উদ্যান সংলগ্ন এলাকায় উৎসবের উদ্বোধন করেন জেলাশাসক পৃথা সরকার। উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ বারও উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরের ১০টি স্টল রয়েছে। উদ্যোক্তারা জানান, মেলার আনন্দ উপভোগ ছাড়াও প্রতিদিন বিকালের পরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রজাপতির সম্ভার
ডুয়ার্স উসবে বন দফতরের স্টলে দেখা মিলবে রঙ বেরঙের প্রজাপতির সম্ভার। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “১৫৬ প্রজাতির প্রজাপতির ছবি ডুয়ার্স উসবে বন দফতরের স্টলে এই প্রথম বার লাগানো হল। ডুয়ার্স উৎসব শেষ হলে ছবিগুলি রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে স্থায়ী ভাবে দর্শনার্থীদের জন্য টাঙানো হবে। ছবিগুলি অপূর্ববাবুই বক্সা ব্যঘ্রপ্রকল্পের জঙ্গলে তুলেছেন।
ছবি ও তথ্য: নারায়ণ দে





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.