নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
নরেন্দ্র মোদীর বুধবারের (আজ) এবং বামেদের সভায় (রবিবার) বাসকর্মীদের যাওয়া আটকাতে নোটিস দিল তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন। সভায় বাস নিয়ে গেলে রুট থেকে সংশ্লিষ্ট কর্মীদের বহিষ্কার করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন’-এর ওই নোটিসে।
মঙ্গলবার চুঁচুড়া-মেমারি ৪ নম্বর বাসরুটের শ্রমিক সংগঠনের প্যাডে লেখা এমন কিছু নোটিস সাঁটানো হয় চুঁচুড়ায়। সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিৎ মণ্ডলের সই আছে তাতে। নোটিসে লেখা, ‘আগামী ৫ তারিখ বিজেপি এবং ৯ তারিখ বামফ্রন্টের মিটিংয়ে বাস নিয়ে যাবেন না। নোটিস অমান্য করে কোনও শ্রমিক গেলে রুট থেকে তাঁকে বহিষ্কার করা হবে।’ |
এই সেই নোটিস। —নিজস্ব চিত্র। |
বিষয়টি স্বীকার করে রঞ্জিৎবাবুর দাবি, “দলের জেলা শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ওই নোটিস সাঁটা হয়েছে।” এর পর ফোন কেটে দেন তিনি। তবে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত বলেন, “রঞ্জিৎ মণ্ডল নামে কাউকে চিনি না। দল এমন নির্দেশ দিতে পারে না।” তাঁর সংযোজন, “কেউ যদি নিজে এমন নোটিস দেন, তা বাঞ্ছনীয় নয়। বিষয়টি দলীয় স্তরে দেখা হবে। ষড়যন্ত্র করে এমন করা হতে পারে।”
হুগলি জেলা থেকে ৫০০ বাস ভাড়া করা হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। চুঁচুড়া-মেমারি রুটের খান কুড়ি বাস আছে তার মধ্যে। নোটিসের কথা জেনে কিছু বাস মালিক ফোন করে বাসের বুকিং বাতিল করে ভাড়া ফেরত দিতে চান বলে দাবি জেলা বিজেপি নেতা স্বপন পালের। |