ফিশপ্লেট খুলে বিভ্রাট ট্রেন চলাচলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফিশপ্লেটের নাটবল্টু খুলে যাওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৮টা নাগাদ। তবে এ দিন আগেভাগেই বিষয়টি ধরা পড়ে যাওয়ায় কোনও বড় ধরনের বিপত্তি ঘটেনি। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে শিয়ালদহ মেন শাখায় লাইন পরীক্ষা করছিলেন গ্যাং-ম্যানেরা। ওই সময়ই হঠাৎ তাঁদের চোখে পড়ে, বিধাননগর রোড এবং কাঁকুড়গাছি স্টেশনের মাঝখানে ডাউন লাইনে একটি ফিশপ্লেটের নাটবল্টু খুলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলের কন্ট্রোল রুমে। এর জেরে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এর পরে শুরু হয় মেরামতির কাজ। সাড়ে ৮টা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয়ে যায়। গত শনিবার দমদম স্টেশন এবং হালিশহর স্টেশনের কাছে তাপমাত্রার হেরফের হওয়ায় ডাউন লাইনের ইস্পাতে বড়সড় ফাটল ধরা পড়েছিল। হালিশহরে ট্রেনের কোনও কামরা লাইনচ্যুত হয়নি। তবে দমদমে শিয়ালদহমুখী রানাঘাট লোকালের সাতটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। এর ফলে বিঘ্নিত হয়েছিল ট্রেন চলাচল। যার জেরে দিনভর দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এই ঘটনার পরে গত রবিবার ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় নিউ গড়িয়া এবং গড়িয়া স্টেশনের মধ্যে রেললাইনে ফাটল ধরা পড়েছিল।
|
একই সাজে ক্রেতা-বিক্রেতা। ছবি: সুদীপ আচার্য। |
খড়গপুর হোক বা দুর্গাপুর, কিংবা ব্যারাকপুর। পাড়ার মোড়ে চায়ের চুমুকে রাজনীতির আড্ডা। এ তো রোজনামচা। সেই আড্ডায় এ বার পাওয়া যাবে স্বয়ং নরেন্দ্র মোদীকে। মুখোমুখি অবশ্যই নয়, টিভির পর্দা মারফত। তবে পাড়ার চায়ের দোকানে বসেই সরাসরি, গল্পগাছা করা যাবে তাঁর সঙ্গে। টিভির ভাষায় যাকে বলে লাইভ। প্রথম ২০-৩০ মিনিট বলবেন মোদী। তার পরে প্রশ্নোত্তরের পালা। ১২ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন অন্তর আমদাবাদের এক চায়ের দোকানে বসবেন মোদী। তখন পশ্চিমবঙ্গে ১২টি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া যাবে তাঁর সঙ্গে। গোটা দেশের ৩০০টি শহরে মোট ১০০০টি দোকান হয়ে উঠবে মোদীর চা-আড্ডা। লক্ষ্য, ভোটের আগে প্রায় ২ কোটি মানুষের কাছে পৌঁছনো। |