সরস্বতী পুজোর খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল শ’খানেক ছাত্রছাত্রী। বাঁকুড়ার রাইপুর ব্লকের ডুমুরতোড় বাঘবাদিনী হাইস্কুল ও ডুমুরতোড় প্রাথমিক স্কুলে মঙ্গলবারের ঘটনা। এ দিন সন্ধ্যায় অসুস্থ ছাত্রছাত্রীদের রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান রাইপুরের বিডিও দীপঙ্কর দাস। তিনি ওই এলাকায় একটি মেডিক্যাল টিম পাঠান। বিডিও বলেন, “সরস্বতী পুজো উপলক্ষে এ দিন ওই দু’টি স্কুলে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। বিকেল থেকে বেশকিছু পড়ুয়া বাড়িতে গিয়ে বমি করে। সন্ধ্যায় আরও কিছু পড়ুয়ার মাথাব্যথা ও বমি শুরু হয়। অসুস্থ ওই পড়ুয়াদের রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।” তিনি জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খিচুড়ি খাওয়ার পরেই ছাত্রছাত্রীদের একাংশ অসুস্থ হয়ে পড়েছে। ওই গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ডুমুরতোড় বাঘবাদিনী হাইস্কুলের টিচার-ইনচার্জ মানসকুমার সামন্ত বলেন, “দুপুরে আমাদের স্কুলে এবং পাশের প্রাথমিক স্কুলে খিচুড়ি খেয়ে ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে যায়। পরে তাদের মধ্যে অনেকেই বাড়িতে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। খবর পাওয়া মাত্র অসুস্থদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও রাইপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।” তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বিডিও জানান, অসুস্থদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ওই এলাকা থেকে অসুস্থদের চিকিতসার জন্য নিয়ে আসতে একটি বাসের বন্দোবস্তও করা হয়েছে। তবে অসুস্থদের অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিত্সার পরে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে।
|
সরস্বতী পুজোর দিন সকালে পুজো করতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পুরোহিতের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায়, কোতুলপুর সিনেমাতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারাপদ গোস্বামী (৬০)। বাড়ি কোতুলপুর থানার মুইধরা গ্রামে। আরামবাগমুখী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। |