মাওবাদীদের হাতে নিহত সিপিএমের প্রাক্তন জেলা সভাধিপতি রবি করের ভাইপোকে মাওবাদীদের নামে হুমকি চিঠি দিয়ে টাকা তুলতে এসে গ্রেফতার হল এক যুবক।
সোমবার বান্দোয়ানের ভোমরাগোড়া গ্রাম লাগোয়া জঙ্গল থেকে পুলিশ ওই যুবককে ধরে। পুলিশ জানায়, ধৃতের নাম রামু টুড। সে ঝাড়খণ্ডের বড়াম থানার কড়পা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, রাতভর তাকে আটক করে জেরা চালানো হয়। সেই সময় সে স্বীকার করে মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা আদায় করতে এসেছিল। পুরুলিয়ার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমারের দাবি, “ধৃত যুবক মাওবাদীদের নামে হুমকি চিঠি দিয়ে টাকা আদায় করতে এসেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে মনে করা হচ্ছে, তার সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই। বিস্তারিত জানতে তাকে জেরা করা হবে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ানের ভোমরাগোড়া গ্রামে রবিবাবুর ভাইপো যুগল কর থাকেন। পেশায় কৃষক যুগলবাবুর অবর্তমানে তাঁর বাড়িতে ২২ জানুয়ারি কেউ হাতে লেখা ওই হুমকি চিঠি দিয়ে যান। যুগলবাবুর কথায়, “ফুলস্কেপ কাগজে আঁকাবাঁকা হস্তাক্ষরে লেখা ছিল রবিবার ভোমরাগোড়া গ্রাম লাগোয়া জঙ্গলে নির্দিষ্ট একটি গাছের তলায় এক লক্ষ টাকা রেখে আসতে হবে। তা না হলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চিঠির শেষে অস্পষ্ট একটা স্বাক্ষর ও মাওবাদী নাম লেখা ছিল। চিঠিটা পড়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম।” তিনি জানান, বাড়িতে আলোচনা করে শেষে পুলিশের দ্বারস্থ হন। ২০০৫ সালের ৩০ ডিসেম্বর রাতে মাওবাদীরা রবিবাবুকে বাড়িতে সস্ত্রীক পুড়িয়ে মেরেছিল। তিনি সিপিএমের বান্দোয়ান জোনাল কমিটির সম্পাদক এবং প্রাক্তন সভাধিপতি ছিলেন। তাই তাঁর ভাইপো ওই চিঠি পাওয়ায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্তে নামে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, চিঠি পাঠানোর পরেও টাকা চেয়ে যুগলবাবুর কাছে হুমকি-ফোনে আসে। সেই ফোনের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় বান্দোয়ান লাগোয়া ঝাড়খণ্ডের কোনও গ্রাম থেকে হুমকি-ফোনটি এসেছে। পুলিশের পরামর্শে ভোমরাগোড়া গ্রাম লাগোয়া জঙ্গলে সোমবার যুগলবাবু একা গিয়ে টাকার পরিবর্তে কাগজঠাসা ব্যাগ রেখে আসেন। পুলিশ আগে থেকেই ওই এলাকায় গা ঢাকা গিয়েছিল। সন্ধ্যার মুখে এক যুবককে ওই জায়গায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে পাকড়াও করে। পুলিশের দাবি, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গিয়েছে আগেও ওই যুবক ঝাড়খণ্ডের কয়েক এলাকায় এক ভাবে হুমকি দিয়ে টাকা আদায় করেছে। |