জমি-জটের পরে জলের জট! কিছু দিন বন্ধ থাকার পরে পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পে জল আনার জন্য ‘ওয়াটার করিডর’ বা পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় কিছু বাসিন্দা বাধা দেওয়ায় গত রবিবার থেকে সেই কাজ ফের বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্রের দ্বারস্থ হয়েছেন ডিভিসি-র কর্তারা। কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর জানিয়ে সোমবার ওই সংস্থার পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছে।
ডিভিসি-র এক কর্তা জানান, মার্চে ওই তাপবিদ্যুৎ প্রকল্পে প্রথম পর্যায়ের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট পরীক্ষামূলক ভাবে চালু করার কথা। তার আগে জল আনার ব্যবস্থা করতে না-পারলে পুরো প্রকল্পটিই গভীর সমস্যায় পড়ে যাবে। তবে শিল্পমন্ত্রী অমিতবাবু বলছেন, “ওখানে কাজ নিয়ে কিছু সমস্যা হয়েছে শুনেছি। খুব শীঘ্রই তা মিটে যাবে।”
কী ভাবে মিটবে?
শিল্প দফতর সূত্রের খবর, ডিভিসি যাতে দ্রুত ওয়াটার করিডরের কাজ শুরু করতে পারে, তার জন্য মঙ্গলবারেই সরকারের পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসনকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী নিজেও পুরুলিয়ার জেলাশাসক এবং স্থানীয় তৃণমূল নেতা ও মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সরকারের বক্তব্য, ডিভিসি দ্বিতীয় পর্যায়ের তাপবিদ্যুৎ প্রকল্পে (৬৬০ মেগাওয়াটের দু’টি ইউনিট) ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। তাই কোনও ভাবেই প্রকল্পের কাজে কোনও বাধা মেনে নেওয়া হবে না।
বাধা কিন্তু আসছেই। বারবার। প্রকল্পের মুখ্য বাস্তুকার দেবাশিস মিত্র বলেন, “জলের সংস্থান না-হলে ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব নয়।” তিনি জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতোকে সমস্যার কথা জানান। ডিভিসি-কর্তৃপক্ষ তার পরেই শিল্পমন্ত্রীকে চিঠি লিখেছেন। |