সরস্বতী পুজোর ভরা বাজারে এ বার বিশেষ নজর কেড়েছে হাইব্রিড শাঁকালু। এক একটির ওজন প্রায় তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে। বাজারে পড়তেই দেদার বিকোচ্ছে মাটির নীচের এই খাস রসালো ফসলটি। রাখি প্রজাতির শাঁকালু এখন চাষিদের কাছে বেজায় দামি। বেলে-দোআঁশ মাটিতে একফুট অন্তর শাঁকালুর চাষ করা হয়. মুর্শিদাবাদ, নদিয়া, মালদহে রীতিমত জনপ্রিয় এই চাষ। চাষ করার ৯০ দিনের মাথায় তোলা হয় এই ফসল। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বিঘায় তিন টন পর্যন্ত এই ফসল চাষ হয়। যদিও সরস্বতী পুজোর চড়া বাজারে শাঁকালু আজও তেমন দামি নয়। ১৫ টাকা দরে অবশ্য দিব্যি জায়গা করে নিয়েছে খদ্দেরের থলেতে। অল্প দামে এমন ফল পেয়ে খুশি খদ্দেরও।
|
তালা ভেঙে ঘরে ঢুকে সোনার গয়না-সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রায়নগরের ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মী তাপস নস্কর বাড়িতে তালা মেরে সোমবার বিকেলে সপরিবারে কুলপিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রাতে আর ফেরেননি। মঙ্গলবার সকালে তাঁদের বাড়িতে তালা ভাঙা দেখে প্রতিবেশীরা খবর দেন। তাপসবাবু পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, কয়েক হাজার টাকা-সহ বেশ কিছু গয়না খোয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে ধরা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, এর পর থেকে কেউ সপরিবারে বাইরে যাওয়ার আগে থানায় তা লিখিতভাবে জানিয়ে রাখলে বাড়িতে পুলিশি নজরদারি রাখা হবে।
|
স্বরূপনগরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মনিরুল গাজি নামে আরও এক জনকে ধরল পুলিশ। মূল অভিযুক্ত জাহাঙ্গির সর্দার আগেই ধরা পড়েছিল। আরও দুই অভিযুক্ত বাপ্পা সর্দার ও মফিজুল গাজি পলাতক। পুলিশ জানায়, একটি মোটরবাইক আটক হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্যাতিতা ওই কিশোরীকে বসিরহাট জেলা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্তেরা তৃণমূল সমর্থক বলে অভিযোগ তুলে আজ, বুধবার এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বামপন্থী মহিলা সমিতি।
|
বিডিওকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকের বিডিও ত্রিদিব সর খাদ্য পরিদর্শকের অফিসের সামনে ভিড় সামলাতে গিয়ে প্রহৃত হন। অভিযোগ, বিডিও প্রথমে লাঠিপেটা করেন কয়েক জনকে। এক অন্তঃসত্ত্বকে ধাক্কা মেরে ফেলে দেন। তখন কিছু লোক বিডিওকে মারধর করে। |