সংস্কারের নামে আট মাস ধরে বন্ধ রয়েছে বহরমপুর রবীন্দ্রসদন। কবে সংস্কার শেষ হবে আপাতত কেউ জানে না। এ রকম অবস্থায় উৎসব বিমুখ থাকতে পারে না মুর্শিদাবাদ। জেলার পৃথক তিনটি এলাকা গত শনিবার ও রবিবার মাতল পৃথক ৩টি উৎসবে। বাউলমেলা, কবিতা উৎসব ও মুক্তমঞ্চ নাট্যোৎসবে জমে উঠল মুর্শিদাবাদ।
বাংলাদেশ, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ মিলে হাজার খানেক বাউল আর কয়েক হাজার শ্রোতা সমবেত হয়েছিলেন হরিহরপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রবিবার বিকাল পর্যন্ত বিরামহীন ভাবে একটানা চলে একতারা হাতে বাউল গানের আসর। বাউল ফকির সঙ্ঘের একত্রিশতম বার্ষিক সম্মেলনে গাইলেন প্রায় ১৩০ জন বাউল ফকির। ‘সাম্প্রদায়িকতা ও আমাদের সমাজ’ শীর্ষক আলোচনায় যোগ দেন লোকসংস্কৃতি গবেষক শক্তিনাথ ঝা, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সমীরুদ্দিন সরকার, বাউল ফকির সঙ্ঘের অন্যতম কর্তা আকবর আলি শেখ প্রমুখ। |
সাংস্কৃতিক সংস্থা ‘অন্বেষা’র উদ্যোগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল ২৩ তম ‘লালগোলা কবিতা উৎসব’। নামে ‘কবিতা উৎসব’ হলেও কোন কবি কিন্তু সেখানে স্বরচিত কবিত পাঠ করেননি। ‘অন্বেষা’র কর্ণধার পীতাম্বর ষড়ঙ্গী বলেন, “এম এন আকাদেমি লাইব্রেরি মাঠের দু’ দিনের ওই উৎসবে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন মোট ২৪০ জন শিল্পী।” বহরমপুর শহরে সঞ্চারিকা মোড়ে শনিবার ও রবিবার দু’ দিন ধরে অষ্টম বর্ষের মুক্তমঞ্চ নাট্যোৎসব করল ‘ব্রীহি’। অভিনীত হয় ৪টি নাটক— হালিশহর সাংস্কতিক সংস্থার ‘উচ্ছেদ’, ‘ব্রীহি’র ‘যৈবতী কইন্যা’, নৈহাটি অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থার ‘ঘোড়া’ ও কাঁচরাপাড়ার ‘পথসেনা’র ‘লক্ষ্মীছাড়ার পাঁচালি’।
এ ছাড়াও সীমা সরকার পরিবেশন করেন, আলেখ্য ‘ঘুম ভাঙানিয়া’। বহরমরপুর শহরের যোগীন্দ্র মিলনী অর্থাৎ গ্রান্ট হল চত্বরে সোমবার থেকে শুরু হয়েছে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। কলকাতা আর্ট কলেজের ৮ জন ছাত্রছাত্রীর মোট আঁকা ৪০টি চিত্র ও ১২টি ভাস্কর্য রয়েছে ওই প্রদশর্নীতে। ‘প্যাপিলিও পেন্টার্স’ নামের একটি সংস্থার উদ্যোগে আয়োজিত ওই প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ওই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর ও চিত্রকর সমীর আইচ। |