লোকসভা ভোটের আগে নদিয়া জেলায় বিরোধী শিবির থেকে শাসকদলে যোগদানের ধারা অব্যাহত। মঙ্গলবার কালীগঞ্জের পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের ৬ জন সিপিএম সদস্য স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় সচিব নাসিরুদ্দিন আহমেদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন। নাসিরুদ্দিন আহমেদের বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আস্থা রেখে সিপিএমের পঞ্চায়েত সদস্যরা আমাদের দলে যোগ দিলেন।’’ সিপিএমের জেলা কমিটির তরফে অবশ্য এ দিন কোনও প্রতিক্রিয়া মেলেনি।
|
মোটরবাইক আরোহীকে পাশ কাটাতে গিয়ে কৃষ্ণনগরগামী একটি বাস উল্টে জনা পঞ্চাশেক যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার দুপুর নাগাদ নাকাশিপাড়ার হেলে এলাকার ঘটনা আহতদের মধ্যে অনেককেই নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|
রবিবার জলঙ্গি থানা এলাকা থেকে তিনটি ট্রাকে ৫৫ টন চোরাই কয়লা আটক করল পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে। ডোমকলের এসডিপিও অরিজিত সিংহ বলেন, ‘‘ইট ভাটায় ঝাড়খণ্ড ও আসাম থেকে এই কয়লা পাচার হয়।’’
|
অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে এক ছাত্রীর। সোমবার রাতে ভরতপুরের তালগ্রাম এলাকার এই ঘটনায় মৃতের নাম নূরজাহান খাতুন (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন বাড়ির সদস্যরা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পড়ুয়ার। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার টিভি দেখা নিয়ে অশান্তি হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই অশান্তির জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। অন্য দিকে, অষ্টম শ্রেণির এক ছাত্রীর অপমৃত্যুর ঘটনা ঘটেছে শান্তিপুরে। সোমবার দুপুরে স্থানীয় বাবলা রাধানগর পাড়ার বাসিন্দা সুনীতা বসাকের(১৩) দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্থানীয় রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ওই ছাত্রী সুনীতা সরস্বতী পুজো উপলক্ষে বিউটি পার্লারে যাওয়ার বায়না করেছিল। কিন্তু পরিবারের সদস্যরা তার অনুমতি দেননি। এমনকী তার মা তাকে বকাঝকা করে বলেও জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই কারণে গলায় দড়ি গিয়ে আত্মঘাতী হয়েছে সুনীতা।
|
শীতের সকালে শরীর গরম করতে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন ৬২ বছরের বৃদ্ধা আলেজান বেওয়া। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার সকালে জলঙ্গির রওশননগর গ্রামে ওই ঘটনায় জখম হয়েছেন ওই বৃদ্ধা-সহ তিনজন। এই ঘটনায় ইন্নাল শেখ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আসিয়া বিবি নামে এক মহিলাকেও। উদ্ধার করা হয়েছে ১৪টি বোতল বোমা ও একটি মাস্কেট। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, ‘‘ খড়ের মধ্যে থাকা বোতল বোমা ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইন্নাল বোমা লুকানোর চেষ্টা করছিল। সে সময় তাকে ধরা হয়।” জানা গিয়েছে, এ দিন সকালে কনকনে ঠান্ডায় স্থানীয় বাসিন্দা হামিদ সেখের স্ত্রী রিনা বিবি গরুকে খাওয়ানোর খড় দিয়ে তাদের বাড়ির সামনে আগুন জ্বালান। আগুন পোহাতে এসেছিলেন পড়শি আলেজান বেওয়াও। খড়ের মধ্যেই লুকানো ছিল বোতল বোমা। আগুনের তাপ বাড়ার ফলে বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। তাতেই জখম হন তিনজন।
|
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মঙ্গলবার সকালে নদিয়ার রানাঘাটের মিশন রেল গেটের কাছের দুর্ঘটনায় মৃতের নাম সোমনাথ শর্মা (২৫)। তিনি গাংনাপুর থানার দয়াবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সাইকেল চেপে কাজে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে লরি নিয়ে চম্পট দিয়েছে চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, এ দিনই বিপরীত দিক থেকে আসা দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুপুরে গাংনাপুরের বেগোপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় মৃতদের একজন হলেন বলবিন্দর সিংহ(৫২)। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি। ঘটনায় জখম আরও একজন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।
|
পথ দুর্ঘটনায় জখম হয়েছেন তিন যুবক। মঙ্গলবার সকালে বড়ঞার ডাকবাংলা-পাঁচথুপি রাজ্য সড়কের এই দুর্ঘটনায় জখমদের নাম কাজল দত্ত, সোনারুল শেখ ও টিটুন শেখ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন মোটরবাইকে চেপে সোনারুল ও টিটুন পাঁচথুপির দিকে যাচ্ছিলেন। সেই সময় সাইকেলে চেপে কাজলবাবু ডাকবাংলার দিকে আসছিলেন। মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে নদিয়ার হরিণঘাটার কল্যাণী মোড়ের কাছে রাস্তার ধারে নয়ানজুলিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে মুড়াগাছা মহাবিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হল। সোমবার এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতরের প্রতিমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা প্রমুখ। |