টুকরো খবর |
পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। মঙ্গলবার সকালে দিঘা-কলকাতা সড়কপথে বাজকুলে দুর্ঘটনাটি ঘটে। মৃত শিবাশিস কর (১৪) বাজকুল জনকল্যাণ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সরস্বতী ঠাকুরের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মঙ্গলবার সকালে স্নান করে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল সে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাস্তার ধারে অপেক্ষা করছিল। সেই সময় পেছন থেকে কাঁথিগামী একটি গাড়ি শিবাশিসকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রক্তাক্ত শিবাশিসকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান আশপাশের লোকজন। সেখানেই শিবাশিসের মৃত্যু হয়। হেঁড়িয়া থেকে চালক-সহ গাড়িটিকে আটক করতে পেরেছে বলে ভূপতিনগর থানার পুলিশ জানিয়েছে। শিবাশিসের দেহ ময়না-তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে দাসপুর থানার গৌরায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। সরস্বতী পুজোর দিন এ ঘটনার জেরে প্রায় ঘণ্টা খানেক ঘাটাল-পাঁশকুড়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রের খবর, ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে বাসিন্দা ওই তিন বন্ধু একটি মোটর বাইকে করে সরস্বতী পুজো দেখতে বেরিয়েছিলেন। পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে আসার সময় গৌরা বাজারে পাঁশকুড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান সমীর সামন্ত (২০) ও প্রদীপ অধিকারী (১৯)। গুরুতর জখম বাপন বেরাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। বিকালে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। সমীর মেদিনীপুর শহরের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র আর প্রদীপ স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়েন।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘাটালে। বুধবার সকালে ঘাটাল থানার রাধানগরের ঘটনা। মৃতার নাম আভারানি ঘোষ (৮০)। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে নিজের বাড়িতেই গলায় গামছা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে আভারানিদেবী তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। পুলিশের অনুমান, দীর্ঘ দিন জটিল রোগে ভুগছিলেন তিনি। সেই মানসিক অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হন।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দুর্ঘটনায় মৃত্যু হল এক বাগদা চাষির। সোমবার সন্ধ্যায় মারিশদা থানার খড়িপুকুরিয়াতে দুর্ঘটনাটি ঘটে। মৃত বিষ্ণুপদ মণ্ডলের (৩৫) বাড়ি স্থানীয় শুকুনিয়া গ্রামে। নাচিন্দাতে বাগদা মেলা থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। দিঘা-কলকাতা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মারা যান বিষ্ণুপদবাবু।
|
সমাজসেবীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মারিশদা থানা এলাকার বিশিষ্ট সমাজসেবী জগদীশ নন্দ (৮৮) মারা গেলেন। সোমবার মারিশদা থানার বাহিরীতে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। জগদীশবাবু এলাকার সমবায় সমিতি-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও একটি পরিবহণ সংস্থার পরিচালন কমিটির কর্মকর্তা পদে দীর্ঘ দিন আসীন ছিলেন।
|
বাসের ধাক্কায় উল্টোল তেল ট্যাঙ্কার |
|
—নিজস্ব চিত্র। |
একটি বাসের সঙ্গে ধাক্কা লাগার পর উল্টে গিয়ে ভস্মীভূত হল তেল ট্যাঙ্কার। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ মহিষাদলের কাষ্ঠখালি পুলের কাছে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আগুন নেভাতে আসে দমকল। তবে হতাহতের খবর নেই । |
|