বিদেশি না, কলকাতার দলকারা সেমিফাইনালে জিতল তা দেখেই ফাইনালের তারিখ ঠিক হবে। অভিনব এই ঘটনা ঘটতে চলেছে শতবর্ষ পেরোনো আই এফ এ শিল্ডে। নিরুপায় রাজ্য সংস্থা পুরো ব্যাপারটি ছেড়ে দিয়েছে স্পনসরদের উপর।
শিল্ডের দুটি সেমিফাইনাল ও স্থগিত থাকা দুটি ম্যাচের দিন অবশ্য ঠিক করে দিলেন টুর্নামেন্টের স্পনসররা। রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা করে। মোহনবাগান এবং বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি টিমের স্থগিত ম্যাচ হবে ৮ ফেব্রুয়ারি। ওই দিন ইউনাইটেড বনাম গেলাং ইন্টারন্যাশনাল টিমের স্থগিত হয়ে যাওয়া ম্যাচও হবে। দুটি সেমিফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। আগের সূচিতে ওই দিনই ছিল ফাইনাল।
পরিবর্তিত সূচির প্রকাশের পর ফাইনাল কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, বিদেশি দল ফাইনালে উঠলে ১৫ ফেব্রুয়ারি আই লিগ শুরুর আগেই ফাইনাল হবে। কারণ ওই দলগুলিকে বেশি দিন রাখা সম্ভব নয়। আর ইস্টবেঙ্গল-মোহনবাগান বা ইস্টবেঙ্গল-মহমেডান ফাইনাল হলে সে ক্ষেত্রে ম্যাচ হবে পরে। কারণ আই লিগে কলকাতার দলগুলির খেলা রয়েছে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি। সে ক্ষেত্রে ওই দলগুলিকে রাজি করানো কঠিন। সে ক্ষেত্রে ম্যাচ হবে আই লিগের মাঝে। তবে আই এফ এ ফেডারেশন সচিবের কাছে অনুরোধ করেছে আই লিগে কলকাতার ম্যাচগুলি দু’একদিন করে পিছোনোর জন্য। যাতে লিগ শুরুর আগে ফাইনাল হয়ে যায়। এখন দেখার, ফেডারেশন কী করে? জানা গিয়েছে, শনিবার থেকে সব ম্যাচই সম্প্রচার করা হবে। |