টুকরো খবর
আনন্দের হারের হ্যাটট্রিক
জুরিখ চেস চ্যালেঞ্জে টানা তিন রাউন্ড হারলেন বিশ্বনাথন আনন্দ। মঙ্গলবার আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ান, যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরা আর ইতালির ফাবিয়ানো কারুয়ানার কাছে র‌্যাপিড দাবায় হারেন তিনি। চতুর্থ রাউন্ডে বরিস গেলফাঁ আর শেষ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করলেও টুর্নামেন্টে হতাশাজনক ফল এড়াতে পারেননি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। ছ’জন খেলোয়াড়ের মধ্যে পয়েন্ট তালিকায় তিনি পাঁচে (পাঁচ পয়েন্ট)। বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনও র‌্যাপিড দাবায় হারেন অ্যারোনিয়ান আর কারুয়ানার কাছে। তবে ১০ পয়েন্ট নিয়ে তিনিই চ্যাম্পিয়ন।

পুরনো খবর:

সঙ্গকারার সেঞ্চুরি
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই দাপট শ্রীলঙ্কার। দুই সিনিয়র ব্যাটসম্যান কুমার সঙ্গকারা (১৬০ ন.আ) আর মাহেলা জয়বর্ধনের চতুর্থ উইকেটে ১৭৮ রানের পার্টনারশিপের জোরে প্রথম দিনের শেষে শ্রীলঙ্কা ৩১৪-৫। চট্টগ্রামে কেরিয়ারের ৩৪ নম্বর সেঞ্চুরি করে কিংবদন্তি সুনীল গাওস্কর ও ব্রায়ান লারার সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করলেন সঙ্গকারা। তবে মীরপুরে ডাবল সেঞ্চুরি (২০৩ ন. আ) করলেও এ দিন সেঞ্চুরির আগেই মাহমুদুল্লাহ ফেরান জয়বর্ধনেকে (৭২)। প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানে হেরে বাংলাদেশ দু’টেস্টের সিরিজে পিছিয়ে ০-১।

জোকারের বিয়ে
মাস দু’য়েকের মধ্যেই দীর্ঘদিনের বান্ধবী জেলেনা রিস্টিচের সঙ্গে বিয়েটা সেরে ফেলছেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনে হারের পর বিশ্রামে থাকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’নম্বর টেনিস তারকা সোমবার সার্বিয়ান টিভি টক শো-এ সে রকমই ইঙ্গিত দেন। বান্ধবীকে পাশে নিয়ে জোকার বলেন, “জেলেনা, মাস দু’য়েকের মধ্যেই তোমার নামের শেষটা বদলে জকোভিচ হচ্ছে।”

সোমদেবের লড়াই
চেন্নাইয়ে এটিপি চ্যালেঞ্জারে প্রথম রাউন্ডে রামকুমার রামানাথনের বিরুদ্ধে কষ্টার্জিত জয় সোমদেব দেববর্মনের। মাসখানেক আগে চেন্নাই ওপেনে রামকুমারের কাছেই হেরেছিলেন সোমদেব। মঙ্গলবারও ১০টা ব্রেকপয়েন্টের মধ্যে আটটিই বাঁচান রামকুমার। দ্বিতীয় সেটে একবার সোমদেবের সার্ভিসও ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য দেশের এক নম্বর সিঙ্গলস প্লেয়ারের ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে পারেননি রামকুমার। এক ঘণ্টা ৫৩ মিনিটের লড়াইয়ের পর ম্যাচ ছেড়ে দেন তিনি।

আনন্দবাজারের জয়
ষোলো বছরের ইরফান আনসারির ডাবল সেঞ্চুরির পর এ বার বোলারদের দাপটে ৩৯৫ রানে জিতল আনন্দবাজার স্পোর্টস ক্লাব। মঙ্গলবার সিএবি প্রথম ডিভিশন লিগে পশ্চিমবঙ্গ পুলিশ ১১৪ রানে শেষ হয়ে যায়। আগের দিন ব্যাট করে ৫০৯ তুলেছিল আনন্দবাজার। ৩৩ রানে তিন উইকেট নেন অয়ন ভট্টাচার্য।

পুরনো খবর:

নাইটদের ট্রায়াল
বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে কেকেআরের ট্রায়ালে বাংলার জুনিয়র ও সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি দেখা যেতে পারে কর্নাটকের লোকেশ রাহুল ও গুজরাতের মনপ্রীত জুনেজার মতো ভিনরাজ্যের ক্রিকেটারদেরও। ট্রায়াল নেবেন নাইটদের ব্যাটিং কোচ ডব্লু ভি রামন ও সহকারী কোচ বিজয় দাহিয়া।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.