|
|
|
|
সরস্বতী পুজোর থিমেও বুদ্ধের নেতাই-ভুল কবুল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গেল রবিবার মেদিনীপুরে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছিলেন, ‘নেতাইয়ে আমাদের ছেলেরা ভুল করেছিল। অন্যায় করেছিল।’ যা নিয়ে রাজ্য- রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। বুদ্ধবাবুর এই বক্তব্যই এ বার থিম হল কলেজ মোড়ে সরস্বতী পুজোয়। ‘দ্য সুপিরিয়র’ ক্লাবের পুজোয় কটাক্ষ করে লেখা হয়েছে, ‘নেতাইয়ে ভুল করেছিলি, পড়ল মনে এতো পরে। একশো বছর ঘুমিয়ে থাক, আসবি না আর সরকারে।’
বিভিন্ন পুজোর থিমে উঠে এসেছেন মনমোহন সিংহ, সোনিয়া গাঁধী থেকে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখানে প্রায় ২০টি পুজো হয়। প্রায় প্রতিটির সঙ্গেই জড়িয়ে বিভিন্ন ছাত্র সংগঠন। ‘অগ্নিকন্যা’, ‘গরিমা’ ক্লাবের পুজোর পিছনে আছে টিএমসিপি, ‘প্রগতি’ ক্লাবের নেপথ্যে ছাত্র পরিষদ আর ‘রেড ক্যাসেল’ ক্লাবের পুজোর নেপথ্যে এসএফআই। ‘জাগরণ’ ক্লাবের পুজোর আবার এবিভিপি-র। সেই মতো বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ উঠে এসেছে পুজোর আঙিনায় সবমিলিয়ে রাজনৈতিক চাপানউতোরের আবহে কলেজ মোড়ের সরস্বতী পুজো এ বারও ছিল জমজমাট। |
|
|
|
|
|