টুকরো খবর |
সৌমেনের কটাক্ষ বুদ্ধকে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘হার্মাদ’ বললেও বেশি বলা হবে না। সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এ ভাবেই আক্রমণ করলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার বেলদায় সরস্বতী পুজোর উদ্বোধনে এসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সৌমেনবাবু।
গত রবিবার মেদিনীপুরের জনসভা থেকে নেতাই-কাণ্ডের ‘ভুল’ কবুল করেছেন বুদ্ধবাবু। এ দিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌমেনবাবু বলেন, “শুধু ক্ষমা চাইলে হবে না, শাস্তি মাথা পেতে নিতে হবে। আদালতে সমন তৈরি হচ্ছে। ওঁকে (বুদ্ধদেব ভট্টাচার্য) হার্মাদ বিশেষণে ভূষিত করলেও অত্যুক্তি হবে না। উনি হার্মাদদের লালন-পালন করেছেন, আর তারাই এই সব ঘটিয়েছে।” নন্দীগ্রাম-কাণ্ডে সিবিআইয়ের চার্জশিট নিয়ে মন্ত্রীর বক্তব্য, “নন্দীগ্রাম প্রসঙ্গে তদানীন্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী বলেছিলেন, ‘হাড় হিম করা সন্ত্রাস।’ তখন কেন্দ্র অলোক রাজকে কেন পাঠিয়েছিলেন, সবাই জানেন। আমাদের সাংসদ শুভেন্দুবাবু (শুভেন্দু অধিকারী) বিষয়টি দেখছেন।”
|
ট্রেন থেকে ঝাঁপ, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রেনে ঘুমিয়ে পড়ায় বুঝতে পারেনি কখন পেরিয়ে গিয়েছে গন্তব্য স্টেশন। পরে ঘুম ভেঙে চলন্ত থেকে নামতে গিয়ে মারা গেল এক কিশোর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর স্টেশনের কাছে। মৃত রাজীবকুমার শর্মার (১৪) বাড়ি হাওড়ার নিশ্চিন্দা থানার ঘোষপাড়ায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিহার থেকে মুজফ্ফপুর-যশবন্তপুর এক্সপ্রেসে হাওড়া ফিরছিল রাজীব। তার দেশের বাড়ি বিহারের খাগারিয়ায়। একাই ফিরছিল সে। হাওড়ায় নামার কথা থাকলেও ঘুম ভাঙেনি। ট্রেন খড়্গপুর ছাড়লে ঘুম ভাঙে ওই কিশোরের। তড়িঘড়ি ট্রেন থেকে লাফ দেয় সে। চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলের মৃত্যু হয় তার। এ দিন খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।
|
দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দুর্ঘটনায় মৃত্যু হল মোটর সাইকেল আরোহী এক যুবকের। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচনা নাগাদ দাঁতনের ঘোলাই মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রসেনজিৎ গিরি (৩২)। প্রসেনজিৎ ও তাঁর জামাইবাবু প্রদীপ বর মোটর সাইকেলে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দাঁতন বাজার থেকে কেশিয়াড়ির দিকে যাচ্ছিলেন। প্রসেনজিতের বাড়ি কেশিয়াড়ির বিদ্যাধর মোড়ে। দাঁতনের ঘোলাই মোড়ে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান প্রসেনজিৎ। জখম প্রদীপবাবুকে দাঁতন হাসপাতালে ভর্তি করানো হয়। লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।
|
হস্তশিল্প মেলা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
হস্তশিল্প মেলা শুরু হল খড়্গপুরে। চার রাজ্যের কিছু স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে কেন্দ্রীয় বুনন মন্ত্রকের অর্থানূল্যে ‘ক্র্যাফট বাজার’ নামে এই মেলা বসেছে গিরিময়দান সংলগ্ন টাউনহল প্রাঙ্গণে। মঙ্গলবার মেলার সূচনা করেন জেলাশাসক গুলাম আলি আনসারি। ছিলেন জেলা পরিষদ সদস্য বিকাশ ভুঁইয়া, খড়্গপুরের পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। মেলার আয়োজক সবংয়ের মারকুণ্ডচক চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের নিয়ে মেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ডোকরা, মাদুর, ধান, কাঁথা-সহ বিভিন্ন শিল্প সামগ্রীর মোট ১৫০টি স্টল রয়েছে।
|
উদ্ধার মহিলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনি স্টেশন চত্বরে থেকে স্থানীয় যুবক ও পুলিশের উদ্যোগে মাঝবয়সী ভারসাম্যহীন এক মহিলাকে মঙ্গলবার ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। তার নাম-পরিচয় জানা যায়নি। |
|