|
|
|
|
থিম-বৈচিত্র থেকে সাবেকিয়ানা, জমজমাট বাণী-বন্দনা খড়্গপুরে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কোথাও থিম, আবার কোথাও মহা উত্সাহে পড়ুয়াদের বাণী বন্দনা। সরস্বতী পুজোর দিনটা জমজমাট কাটাল রেলনগরী।
মঙ্গলবার সকাল থেকেই খড়্গপুর মহকুমার বিভিন্ন এলাকায় ছিল উত্সবের আমেজ। স্কুল-কলেজ তো বটেই কিছু এলাকায় বিগ বাজেটের সর্বজনীন পুজোর আয়োজনও ছিল। ছিল থিম। কোথাও বিষয় রাজনীতি, কোথাও পুরাণের কাহিনি। রাজনৈতিক নেতাদের হাতে কয়েকটি পুজোর উদ্বোধনও হয়েছে। আর দিনভর ছিল সেজেগুজে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের শহর পরিক্রমা।
এ বছর থিমের কারুকাজে মেদিনীপুরের কলেজ স্কোয়ারের আদলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মণ্ডপ সাজাতে দেখা গিয়েছে উদ্যোক্তাদের। খড়্গপুরের মন্দিরতলা ‘রকস্টার’ ক্লাবের সরস্বতী পুজোর এ বার ৪৫তম বর্ষ। পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সরকারের উন্নয়নী ভাবনা। সেই সূত্রেই উঠে এসেছে সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই প্রসঙ্গ। থাকছে সিপিএম আমলের কালো দিককে দশহাতে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মডেল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দশহাতে ‘কন্যাশ্রী’, ‘গীতাঞ্জলি’র মতো উন্নয়নী প্রকল্প। বিষধর সাপরূপী সিপিএমের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইয়ার মতো কংগ্রেস নেতা-নেত্রীরা, এই দৃশ্যও মডেলে ফুটিয়ে তোলা হয়েছে। ক্লাব সভাপতি তথা শহর টিএমসিপি-র সভাপতি রাজা সরকার বলেন, “সিপিএমের সন্ত্রাসে বাংলার দুর্দশা নিরসনে মমতা বন্দ্যোপাধ্যায়ে উন্নয়নের জোয়ার। কংগ্রেস তবুও বন্ধু সিপিএমকে জাগানোর চেষ্টা করছে। সেই চিত্রই তুলে ধরতে চেয়েছি।” |
|
কেশিয়াড়ির একটি মণ্ডপে বালির কারুকাজ। |
রেলশহরের রাজগ্রামে ‘যুব সঙ্ঘ জুনিয়রের’ সরস্বতী আরাধনার এ বার ২৫তম বর্ষ। পাঁচটি চূড়া বিশিষ্ট মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। ভিতরে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। ২১ ফুট চওড়া ও ১৬ ফুট উঁচু কাঠামোয় দেখানো হয়েছে শিব অমৃত পান করছে। তার নীচেই রয়েছে অজন্তা শৈলীর প্রতিমা। এই পুজোর উদ্বোধন করেছেন খড়্গপুরের উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল। পুজো উপলক্ষে আগামী রবিবার, ৯ ফেব্রুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ক্লাব সম্পাদক সন্দীপ ঘোষ বলেন, “আমরা এলাকার যুবকরাই এই পুজোর উদ্যোক্তা। এ বছর ২ লক্ষ টাকা বাজেট।” তালবাগিচা রথতলার ‘তালতলা স্পোর্টিং ক্লাব’ এ বছর জোর দিয়েছে সামাজিক ক্রিয়াকলাপে। সরস্বতীর মৃন্ময়ী প্রতিমা। রয়েছেন মন্দিরের আদলে কাপড়ের তৈরি সাবেক মণ্ডপ। তবে আলোকসজ্জা নজরকাড়া। বাজেট সাড়ে ৩লক্ষ টাকা। বুধবার থেকেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে ৫০ জন দুঃস্থ পড়ুয়াকে শিক্ষা সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা অসিত পাল। শুধু ক্লাব নয় সরস্বতী পুজো ঘিরে খড়্গপুর কলেজ, ভারতী বিদ্যাপীঠ, রেলওয়ে গার্লস হাইস্কুল, অতুলমণি পলিটেকনিক হাইস্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উন্মাদনা ছিল কোখে পড়ার মতো।
মহকুমার অন্যত্রও বিগ বাজেটের সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। কেশিয়াড়ির ‘আহেলি সঙ্ঘে’র ২২ বছরের পুজোয় থিম ‘এ ট্রিবিউট টু লেট মান্না দে অ্যান্ড সুচিত্রা সেন থ্রু অ্যা স্যান্ড আর্ট’। ১ লক্ষ ১০ হাজার টাকা বাজেটের এই পুজোয় ১৫ ট্রাক্টর বালি দিয়ে নির্মিত হয়েছে ভাস্কর্য। ১৫ ফুট চওড়া ও ১৩ ফুট উচ্চতার প্রতিমা। মণ্ডপের এক দিকে দেখানো হয়েছে কল-কারখানার বাড়বাড়ন্তে বৃক্ষছেদ। অন্য দিকে বনসৃজনের দৃশ্য। ক্লাব সভাপতি অপূর্ব ভুঁইয়া বলেন, “আমরা পরিবেশ সচেতনতার এই থিমটি সদ্য প্রয়াত শ্রদ্ধেয় মান্না দে ও সুচিত্রা সেনকে উত্সর্গ করেছি।
‘বেলদা ক্লাবে’র পুজোর উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পুজোয় সাবেকিয়ানার ছোঁয়া। সঙ্গে ১০ জন দুঃস্থ মেধাবী স্কুলছাত্রীকে সাইকেল, দু’শো পড়ুয়াকে লেখাপড়ার সামগ্রী, ৬ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল দেওয়া হচ্ছে। আজ, বুধবার ওই ক্লাবের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক গোপাল সাহু। |
|
|
|
|
|