ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কর্মরত এক সিভিক পুলিশের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতের কুলাট গ্রামের ঘটনা। রাতেই কিশোরীর বাবা অভিযোগ দায়ের করেন থানায়। সোমবার আরামবাগ আদালতে গোপন জবানবন্দি দিয়েছে ওই কিশোরী। মঙ্গলবার সকালে মহকুমা হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়। কিশোরীর বাবা এবং কাকা এ নিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছেও। পুলিশ জানিয়েছে, অতনু বেরা নামে অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় স্থানীয় বেজলা গ্রামে প্রাইভেট টিউশনি পড়ে সাইকেলে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী। তার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, স্থানীয় ধুলেপুর গ্রামের দ্বারকেশ্বর নদীর বাঁধের উপরে রাস্তায় অতনু পিছন থেকে মোটর বাইক নিয়ে পথ আটকায়। ওই যুবকের সঙ্গে ছিল অয়ন মাইতি নামে আরও এক জন। অভিযোগ, সাইকেল এবং বইপত্র কেড়ে নিয়ে বাঁধের ধারে ওই ছাত্রীকে ফেলে দিয়ে তাঁর শ্লীলতাহানি করে অতনু। মেয়েরা প্রতিবাদ করলে তাদের মারধরের হুমকিও দেয়। পরে মেয়েদের চিৎকারে লোকজন এসে গেলে পালিয়ে তারা। অতনুর বাবার অবশ্য দাবি, শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা। ছেলেকে ফাঁসানো হয়েছে।
|
এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। রবিবার রাতে আরামবাগের গৌরী গ্রামের ঘটনা। অগ্নিদগ্ধ টুম্পা মালিককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বধূর বাবা দুলাল সাঁতরা থানায় গিয়ে জামাই জয়ন্ত মালিক এবং শাশুড়ি ছবি মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্তারা জানিয়েছেন, অভিযুক্তেরা পলাতক। হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ জানান, বছর দ’শেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় জয়ন্ত মালিকের। দুই শিশু পুত্রও রয়েছে। দিনমজুরি করে সংসার চলে। নেশা করে স্বামী টাকা ওড়ানোয় প্রতিবাদ জানাতেন স্ত্রী। সে জন্য মাঝেমধ্যেই তাঁকে মারধর করতেন জয়ন্ত। রবিবার জোর করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁর স্বামীই। শ্বাশুড়ি তাঁর চুলের মুঠি ধরে থাকায় তিনি আত্মরক্ষা পর্যন্ত করতে পারেননি। ওই মহিলার আর্তনাদ শুনে গ্রামের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
|
গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের বিবিডি রোডে। পুলিশ জানায়, মৃতার নাম পূর্ণা মণ্ডল (৬৫)। বাড়ি ওই এলাকাতেই। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হিন্দমোটরের একটি আবাসনের দোতলায় অমল বল নামে এক বাসিন্দার বাড়িতে পরিচারিকার কাজে এসেছিলেন পূর্ণাদেবী। গ্যাস জ্বালানোর জন্যে অগ্নিসংযোগ করা মাত্রই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আগন ধরে যায় ঘরের কিছু অংশে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পুলিশ কর্তারা জানান, দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।
|
সমন্বয় আয়োজিত দ্বিতীয় বর্ষ বেগমপুর বইমেলা গত শুক্রবার থেকে শুরু হয়েছে। উদ্বোধন করেন সাহিত্যিক শেখ হাসমত আলি। সাংসদ রত্না দে নাগ-সহ বহু বিশিষ্টজন অতিথি হিসেবে এসেছিলেন। ঘোষপাড়ায় বেগমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা হচ্ছে। আজ, বুধবার মেলার শেষ দিন। সমন্বয়ের সম্পাদক তথা চণ্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সন্টু রিট জানান, এ বার মেলায় ৩০টি স্টল রয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার ও প্রদর্শনী হচ্ছে মেলার মাঠে।
|
গাড়ি চালিয়ে এক প্রৌঢ়কে ধাক্কা মারায় এক যুবকের বাইক পুড়িয়ে দিল জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাউড়িয়ার বোউলখালির বাউড়িয়া-ফোর্ট গ্লস্টার রোডে। পুলিশ জানায়, অসিত মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দাকে এ দিন পিছন থেকে ধাক্কা মারে মোটর বাইকটি। বাইক আরোহী পলাতক বলে জানায় পুলিশ। |