টুকরো খবর
নকআউট ভলিবল
জেলা নকআউট ভলিবলে চ্যাম্পিয়ন হল মেমারির মণ্ডলজোনা ভলিবল তরুণ সঙ্ঘ। ভলি ও বাস্কেটবল সংস্থার সম্পাদক বনবিহারী যশ জানান, এই প্রথম গ্রামের কোনও দল এই প্রতিযোগিতায় খেতাব জিতল। কোয়ার্টার ফাইনালে মণ্ডলজোলা জাতীয় সঙ্ঘকে হারায়। সেমিফাইনালে হারায় দুর্গাপুরের তানসেন অ্যাথলেটিক ক্লাবকে। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অগ্রদূত সঙ্ঘকে ২৩-২৫, ২৫-২১, ১৮-২৫ ও ২৫-২০ ও ২৫-২০ পয়েন্টে হারায় মেমারির দলটি। অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল ভলিবলের রাজ্য দলে বর্ধমানের আকাশদীপ রায় ও দেবজ্যোতি রায় প্রতিনিধিত্ব করবে। আকাশদীপ সিএমএস বিসি রোডের নবম ও দেবজ্যোতি বর্ধমান টাউনস্কুলের দশম শ্রেনীর ছাত্র। আগামীকাল থেকে কর্ণাটকে শুরু হচ্ছে আন্তঃরাজ্য স্কুল ভলিবল প্রতিযোগিতা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠ্যক্রম
চলতি বছরের জুলাই মাস থেকে মিউজিক, নাটক ও চিত্রকলার উপর দু’বছরের এমএ পাঠ্যক্রম চালু করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি চালু হচ্ছে আরবি ভাষা ও তার অনুবাদ সাহিত্যে এবং সাঁওতালি ভাষার স্নাতকোত্তর পাঠ্যক্রম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উর্দু এমএ পাঠ্যক্রম চালুর দাবিও উঠলেও আরবি ভাষা কিন্তু সংখ্যাগরিষ্ঠের সমর্থন পায়।” স্মৃতিকুমারবাবু আরও জানান, কোন পাঠ্যক্রমে কত আসন থাকবে সেটা এখনও ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জিটি রোডের ধারে গোলাপবাগে ঢোকবার মুখে বিশ্ববিদ্যালয়ের একটি সুবর্ণজয়ন্তী তোরণ তৈরি করা হবে।

শিল্পীর স্মরণসভা
প্রয়াত ভাস্কর হরিহর দের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁর নামে রাস্তার দাবি উঠল। বর্ধমানের চয়নবাগে অবস্থিত ভাস্করের বাসভবনে অনুষ্ঠিত একটি স্মরণসভায় এই দাবি ওঠে। ভাস্করবাবুর ছেলে দিব্যেন্দু দে বলেন, “আমাদের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের মাধ্যমেই আমরা পুরসভার কাছে এই দাবি জানিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.