আলাদা তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বর্ধমানের রথতলার বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতরের কর্মী তরুণ দত্ত রায় (৫৩) সরস্বতী পুজোর বাজার সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। তখনই রথতলা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের আন্ডারপাসে একটি আলু বোঝাই ট্রাক্টর ধাক্কা মারলে তিনি গুরুতর আহত হন। এরপরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ট্রাক্টর ও ট্রাক্টরের চালককে গ্রেফতার করেছে। ট্রাক্টরটিকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ মিন্টু (২০)। তাঁর বাড়ি বর্ধমানের দুবরাজদিঘি ডাঙাপাড়ায়। বর্ধমান-কাটোয়া রোডের হাটুদেওয়ান পীরতলায় কাটোয়া থেকে বর্ধমানমুখী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।
মঙ্গলবার সিঙ্গুরের বড়াতেলিয়া মোড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয় এক প্রৌঢ়ের। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বনাথ মজুমদার (৬৫)। বাড়ি বর্ধমানের আউশগ্রামে। পুলিশ জানায়, আউশগ্রাম থেকে বিশ্বনাথবাবু-সহ পাঁচ জন যাত্রী একটি গাড়িতে করে হাওড়া স্টেশনে যাচ্ছিলেন। বেলা ১২টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথবাবুর। আহত হন ৪ জন। |