সেরা বাগানের প্রতিযোগিতা কলোনিতে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ব্যস্ত পরিচর্যায়। নিজস্ব চিত্র। |
আবাসনের বাসিন্দাদের তৈরি বাগান নিয়ে প্রতিযোগিতা হয়ে গেল দুর্গাপুরের বিধাননগরের পিসিবিএল কলোনিতে। আধিকারিকদের ৪৬টি আবাসনের ফাঁকা জায়গায় প্রতিটি আবাসনের বাসিন্দারা নিজিদের উদ্যোগে নানা ফুল থেকে সবজির বাগান তৈরি করেছেন। কার বাগান সেরা তা দেখার জন্যই এই প্রতিযোগিতা। পিসিবিএল কলোনির আধিকারিকদের বাগানের এই প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয় অক্টোবরে। সেই মতো সব আবাসিকেরা নিজেদের বাগান সেরা করে তুলতে উঠে পড়ে লাগেন। আবাসিকদের পক্ষে অনুজ সিংহ, অমিত বাসু, মহেন্দ্র পালসিংহেরা বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের গোটা আবাসনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।” বাড়ির মহিলারা মূলত এই বাগান তৈরিতে অগ্রণী ভূমিকা নেন। পুরুষেরা তাঁদের সাহায্য করেন। সংস্থার তরফে এই প্রতিযোগিতায় সেরাকে পুরস্কারও দেওয়া হয়। কেউ বাগানে নানা ধরনের ফুল গাছ লাগিয়েছেন, কেউ বা সব্জি ফলিয়েছেন। বাগান প্রতিযোগিতায় যাঁরা সব থেকে বেশি পরিশ্রম করেন, সেই জয়িতা বসু, অপর্ণা মিত্র, নীলু সিংহেরা বলেন, “সারা বছর ধরে সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। কাজেই এই ধরনের প্রতিযোগিতা হওয়ায় আমরা খুশি।”
|
ছুরি নিয়ে চড়াও
নিজস্ব সংবাদদাতা • জামুরিয়া |
প্রতিবেশী এক যুবকের সঙ্গে পারিবারিক বিবাদের জেরে মঙ্গলবার ছুরির আঘাতে জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুর এলাকায়। পুলিশ জানায়, এ দিন দুপুর ১২টা নাগাদ ওই গ্রামের বাসিন্দা সঞ্জিত অধিকারীর উপরে ছুরি হাতে চড়াও হয় গ্রামেরই এক বাসিন্দা। সঞ্জিতবাবুর বাঁ হাতের তালু কেটে গিয়েছে। তাঁকে বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তবে পুলিশ জানায়, ওই ব্যক্তি এখনও কোনও অভিযোগ দায়ের না করায় কাউকে গ্রেফতার করা হয় নি।
|
জন্মদিবসে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
স্বামী প্রণবানন্দের ১১৯তম জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভারত সেবাশ্রম সঙ্ঘ দুর্গাপুর শাখার তরফে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার শুরু হওয়া এই অনুষ্ঠান তিন দিন ধরে চলে। প্রণবাণন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী ও সঙ্ঘের সদস্যদের নিয়ে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। তিন দিনের এই অনুষ্ঠানে কীর্তন, বাউল গানেরও আসর বসে। পঙ্ক্তিভোজেরও আয়োজন ছিল। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে মানুষ যোগ দেন।
|
দুর্গাপুর
চিত্র প্রদর্শণী। ক্লাব প্রাঙ্গন। বিকাল চারটা। উদ্যোগ: নিউ তরুণ সঙ্ঘ, ভিড়িঙ্গী। |