বাণী বন্দনায় কালনা |
স্মরণে তিন |
|
যাঁদের হারালাম। সপ্তর্ষি সঙ্ঘের মণ্ডপে তিন নক্ষত্র স্মরণ। |
মণ্ডপে সুচিত্রা সেন, ঋতুপর্ণ ঘোষ, মান্না দে-কে স্মরণ করেছে কালনার নানা ক্লাব। সূর্য সমিতি, সপ্তর্ষি সঙ্ঘ, যুগের দ্বীপের মতো বহু ক্লাবের মণ্ডপ সেজেছে এই তিন জনের বড় বড় ফ্লেক্স দিয়ে। অগ্নিবীণা ক্লাবের প্রতিমা তৈরি হয়েছে মান্না দে-র স্মরণে। এ দিকে হারমোনিয়ামে গান গাইছেন শিল্পী। অন্য দিকে, একটি চেয়ারে রয়েছে মুকুট। চেয়ারের সামনে লেখা, “মুকুুটটা তো পড়ে আছে। রাজাই শুধু নেই।” কিশোর সমিতির পুজোতেও স্মরণে মান্না দে।
|
বাসনে দেবী |
|
স্টিলের প্রতিমা। |
প্রতিমা তৈরি হয়েছে স্টিলের থালা, বাটি, ঝিনুক, গামলা, বালতি, হাঁড়ি দিয়ে। কালনার কাঁসারিপাড়ায় বীণাপাণি সঙ্ঘের মণ্ডপে গেলেই দেখা মিলছে এমন প্রতিমার। তা তৈরি করেছেন স্থানীয় শিল্পী অরিজিৎ গঙ্গোপাধ্যায়। মণ্ডপের পাশে পুকুরে তৈরি হয়েছে ফোয়ারা। পুকুরপাড়ে আলোকসজ্জা।
|
হাঁ করে ড্রাগন |
জলেশ্বর ক্লাবের এ বারের থিম চিনা উৎসব। শিল্পী তাপস দত্তের তৈরি মণ্ডপের ভিতর রয়েছে বেশ কয়েকটি ড্রাগন। তাপসবাবু জানালেন, দু’শো চালুনি, জলের বোতল-সহ নানা সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ।
|
সময়ের ঘণ্টা |
|
মণ্ডপে ইতিহাস। |
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে নারী নির্যাতনের কাহিনি, মণ্ডপে নানা গাছের ছাল দিয়ে মডেল তৈরি করে সে সবই দর্শনার্থীদের সামনে তুলে ধরছে কালনার কোর্ট চত্বরের শ্যামগঞ্জ স্পোর্টিং ক্লাব। তাদের থিম ‘বার্তা নয় সময়ের ঘণ্টা।’ উদ্যোক্তারা জানান, মণ্ডপ তৈরি করতে সময় লেগেছে প্রায় দু’মাস।
|
বাঁশে স্বর্ণমন্দির |
|
৫০ ফুটের মণ্ডপ। |
মালয়েশিয়ার কৃত্রিম স্বর্ণমন্দিরের আদলে মণ্ডপ সাজিয়েছে হাটকালনা পঞ্চায়েতের তালবোনা সপ্তর্ষি সঙ্ঘ। অসম থেকে বাঁশ এনে তৈরি করা হয়েছে প্রায় ৫০ ফুটের মণ্ডপ। মণ্ডপের ভিতর বাঁশের কারুকাজে তৈরি হয়েছে ‘ছোটা ভিম’ -এর নানা মডেল। রয়েছে একটি ঝাড়বাতিও। তালপাতা, মাদুরকাঠি, সুপারি, দড়ি কাঁচ দিয়ে প্রতিমা তৈরি করেছেন শিল্পী অমর পাল। |
বিপণ্ণ পাখি |
|
পাখির জগৎ। |
সূর্য সমিতির এ বারের থিম ‘নীড় হারা’। গাছপালা ক্রমশ কমে যাচ্ছে। কেটে ফেলা হচ্ছে বন-জঙ্গল। ফলে পাখিদের জীবন বিপণ্ণ। এই বার্তাই তুলে ধরা হয়েছে মণ্ডপের নানা কারুকার্যে। মণ্ডপের ভিতর রয়েছে পাখিদের কিচিরমিচির শব্দ।
|
ঝুড়ি-কুলোর সাজে |
|
রঙিন সাজ। |
মণ্ডপের ভিতর ও বাইরে কাল্পনিক মডেলে সেজেছে পুরনো বাসস্ট্যান্ড লাগোয়া ‘ক্লাব ওয়ান্টেড বয়েজ’। সেগুলি তৈরি করা হয়েছে শীতলপট্টি, প্রদীপ, ঝুড়ি, কুলো দিয়ে। সোমবার পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
|
থিমে হারাধন |
|
মণ্ডপে মডেল। |
হারাধনের দশটি ছেলে, এটাই এ বারের থিম জাপটের বন্ধু বন্ধু সমিতির। ছড়ায় যে ভাবে হারাধনের দশ ছেলে মারা যায়, তার প্রতিটি দৃশ্য তুলে ধরা হয়েছে মাটির মডেলে। |
শস্যে মণ্ডপ |
চাল, ডাল, লঙ্কানানা শস্য দিয়ে সেজেছে নেতাজি তরুণ সমিতির পুজো মণ্ডপ। থিম অন্নপূর্ণা ভাণ্ডার। পুজো এ বার ৫২ বছরে পড়ল। মণ্ডপের উচ্চতা প্রায় ৫০ ফুট। মডেলে ফুটিয়ে তোলা হয়েছে নবদুর্গা। প্রতিমা তৈরি হয়েছে সাবু দিয়ে।
|
পুতুলে-পুরাণে |
প্রায় তিন হাজার কাঠের পুতুল দিয়ে সাজানো হয়েছে রুপালিকা ক্লাবের মণ্ডপ। অগ্রদ্বীপের এক শিল্পী ছোট-বড় পুতুলগুলি তৈরি করেছেন। মণ্ডপের ভিতর রয়েছে নানা পৌরাণিক দৃশ্য।
|
সংকলন: কেদারনাথ ভট্টাচার্য।
ছবি: মধুমিতা মজুমদার। |
|