জেলে বাণী-বন্দনা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সাজাপ্রাপ্ত এক বন্দির তৈরি বাগদেবীর মূর্তি। সেটাই পুজো হবে বালুরঘাট সংশোধনাগারে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রণজিৎ সূত্রধর গত একমাস ধরে জেলেই কাঠ খোদাই করে গড়ে তুলেছেন দেবী সরস্বতীর একটি মূর্তি। জেলের সুপার শুভেন্দু ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন, বছর আটেক আগে এক খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা কাটাচ্ছেন রণজিৎ। সম্প্রতি প্রবীণ ওই বন্দি ছেড়ে আসা হস্তশিল্পকর্মের টানে সরস্বতী ঠাকুরের মূর্তি গড়ার ইচ্ছার কথা জানালে তাকে সব রকম ভাবে সহযোগিতা করা হয়। ওই মূর্তি দিয়ে এ বারে সংশোধনাগারে পুজো হবে। এ দিন তাঁর তৈরি কাঠের সরস্বতী মূর্তি চকভৃগুর এক মৃৎশিল্পীকে দিয়ে জেলেই রং করানো হয়। |
ধৃত তিন প্রতারক
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দুবাইতে চাকরির টোপ দিয়ে পাসপোর্ট ভিসার নামে বেকার যুবকদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে পুলিশ গ্রেফতার করল। শনিবার রাতে বালুরঘাট থানার পতিরাম এলাকার ঘটনাটি ঘটে। ধৃতদের নাম সেবক চৌধুরী, সুশান্ত বৈশ্য ও রকেশ বৈশ্য। তারা জেলার বুনিয়াদপুরের বাসিন্দা। তাদের নামে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা হয়। রবিবার ধৃতদের আদালত থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। |
জয়ী হল শিসাবাড়ি
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
রমজান আলি মেমোরিয়াল ক্রিকেটে জয়ী শিসাবাড়ি। চাকুলিয়ার শকুন্তলা স্কুল মাঠে রবিবার গোয়াগাঁও প্রথমে ব্যাট করে ১১৯ করে। জবাবে ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় শিসাবাড়ি। মাঠে ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। স্থানীয় বিধায়ক আলি ইমরান রামজ জানান, বাবার স্মৃতির উদ্দেশ্যে ওই খেলা অনুষ্ঠিত হয়। এবার ১৮ তম বছর। প্রায় দেড় মাস ধরে খেলা হচ্ছে। |
বাজারের স্টল নির্মাণ কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার সকালে কোচবিহারের ঘুঘুমারি বাজার কমিটির সম্মেলনে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্যবসায়ীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতেও পরামর্শ দেন তিনি। ঘুঘুমারি বাজার কাপড়হাটিতে দোতলা একটি ভবনে ৩৬টি স্টল তৈরির কাজে নানা জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। রবীন্দ্রনাথবাবু বলেন, “ওই ভবন ব্যবহার বিপজ্জনক।” এ দিন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গৌতম দত্ত। তিনি বলেন, “আমরা কাজ বন্ধ করেছি। মহকুমাশাসককে বলা হবে।” নিয়ন্ত্রিত বাজার সমিতি চেয়ারম্যান সদর মহকুমাশাসক বিকাশ রায় বলেন, “সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।” |
এক রিকশা চালকের দেহ উদ্ধার হল। রবিবার ইটাহার থানার কাছে ইটাহার হাটখোলা লাগোয়া একটি রাস্তা থেকে। নিহতের নাম রতন দাস (৪১)। তাঁর বাড়ি ইটাহার পাইকপাড়া এলাকায়। এদিন বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। নিহতের মাথা, মুখে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। রতনবাবুর ভাই যতন দাস ইটাহার থানায় খুনের অভিযোগ করলেও নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি। |
কলকাতা-যোগবানী এক্সপ্রেস ট্রেনের স্টপ চালু হল হরিশ্চন্দ্রপুরে। দীর্ঘদিনের ওই দাবি পূরণ হওয়ায় ওই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া। গত শনিবার থেকে হরিশ্চন্দ্রপুরে ট্রেনের স্টপ চালু হয়েছে বলে রেল দফতর সূত্রে জানানো হয়েছে। ট্রেনটি সপ্তাহে ৩ দিন চলে। ওই দাবি জানিয়ে স্থানীয় মানুষ উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরের দ্বারস্থ হন। |
সান্তালি অ্যাকাডেমির উদ্যোগে রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দুই দিন ব্যাপী কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার প্রদান ও কবি সম্মেলন উৎসব শুরু হল। এ দিন নাট্যতীর্থ মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান বাচ্চু হাঁসদা। সাঁওতালি ভাষায় লেখালেখিতে দৃষ্টান্ত স্থাপন করায় কবি রবিলালা টুডুকে পুরস্কার প্রদান করা হয়। |
তিনটি বেআইনি চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়ার পাশাপাশি ৩ চোলাই কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের চাঁচলের খরবা রানীপুরা ও দক্ষিণ কালীগঞ্জ এলাকায় গত শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। ৫০ বোতল চোলাই উদ্ধার হয়েছে। নিয়মিতই এই অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। |