টুকরো খবর
দুঃস্থের পাশে
পিকনিকে না গিয়ে দুঃস্থ, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ালেন আলিপুর দুয়ারের এক দল ব্যবসায়ী যুবক। বাবন দাস, ভরত মাহাতো, মৃন্ময় দাসদের মতো ওই যুবকেরা রবিবার দল বেঁধে ডুয়ার্সের শ্রীনাথপুর চা বাগানের গিয়ে শ্রমিক পরিবারগুলিকে স্বাস্থ্য পরিষেবা, খাবার দিলেন। ওই কাজে পাশে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বাবন দাস, ভরত মাহাতোরা বলেন, “ফি বছর শীতে দলবেঁধে পিকনিকে যাই। এ বার পিকনিক না করে সেই টাকা চা বাগানের অসহায় মানুষের জন্য খরচ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি বছর আমরা এই কাজ করে যেতে চাই।” খবরের কাগজ পড়ে তাঁরা জানতে পারেন শ্রীনাথপুর চা বাগানের প্রায় তিনশো শ্রমিক অসহায় ভাবে জীবন কাটাচ্ছেন। শ্রীনাথপুর চা বাগান সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে বাগান বন্ধ হয়ে যায়। ১৪ মাস পরে বাগান খুললেও ফ্যাক্টরি চালু হয়নি। আট বছর ধরে শুধু কাচা চা-পাতা বিক্রি করে বাগান চলছিল। অভিযোগ এ কারণে মালিক পক্ষের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শ্রমিক পরিবারগুলি।

বিশেষ বাস
চা বাগান, বনবস্তী সহ দুর্গম এলাকার বাসিন্দাদের ডুয়ার্স উৎসবে আসা যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যাবস্থা করল ডুয়ার্স উৎসব কমিটি। ডুয়ার্স উৎসবের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান, এতদিন বক্সা, কুমারগ্রাম, টিয়ামারি, গাঙ্গুটিয়া সহ বিভিন্ন চা বাগান, বনবস্তী-সহ দুর্গম এলাকার নানা জনজাতির মানুষ ডুয়ার্স উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। তাঁরা যাতে উৎসবের আনন্দে সামিল হতে পারেন তার জন্য প্রতি দিন চারটি সরকারি ও দুটি বেসরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। এ দিন উৎসবের শিশু মঞ্চের উদ্বোধন করেছেন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী।

সুবর্ণজয়ন্তীবর্ষ
আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দিরের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হল রবিবার। এদিন ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা শহর পরিক্রমা করে। প্রধান শিক্ষিকা কাকলি ভৌমিক জানান, রবিবার থেকে দুই দিন ধরে আলিপুরদুয়ার পুর-হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরে রাহুল সিংহ
ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার পর ৮ ফেব্রুয়ারি থেকে ৪ দিনের উত্তরবঙ্গে সফরে আসছেন বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিংহ। শিলিগুড়িতে দলের কার্যালয়ের উদ্বোধন করবেন। ময়নাগুড়ি, দিনহাটা, আলিপুরদুয়ারে জনসভাও করবেন তিনি।

প্রশিক্ষণ ও বিমার দাবি
পাহাড়ের অসংগঠিত শ্রমিকদের জন্য প্রশিক্ষণ শিবির এবং তাঁদের জন্য সরকারি বিমা প্রকল্প চালুর দাবি জানাল জনমুক্তি অসংগঠিত শ্রমিক ইউনিয়ন। রবিবার দার্জিলিঙের ভানু ভবনে গোর্খা জনমুক্তি মোর্চার শ্রমিক সংগঠনের ষষ্ঠ বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় এই দাবি তোলা হয়। এ দিনের অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা তাঁদের বক্তব্য রাখেন। সেই সঙ্গে একটি সাংস্কৃৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মোর্চা সভাপতি তথা জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গ এই সভায় উপস্থিত থাকলেও, তিনি এ দিন কোনও বক্তব্য রাখেননি। এ দিনের সভায় পাহাড়ের অসংগঠিত শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালুর দাবি জানান নেতারা। সংগঠনের কার্যকরী সম্পাদক সত্যেন গিরি বলেন, “দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র চালু হলে, অসংগঠিত শ্রমিকরা উপকৃত হবেন। একই কারণে শ্রমিকদের জন্য বিমা প্রকল্প চালু করারও দাবি রাখা হয়েছে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.