বেশ কিছু দিন ধরেই বাইক-সহ সমস্ত গাড়ির নতুন নম্বর প্লেট বদলের নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। এই নতুন নির্দেশের ফলে এখন সমস্যায় পড়ে গিয়েছেন ডুয়ার্স এলাকার বাসিন্দারা। গোটা মালবাজার মহকুমায় পরিবহণ দফতরের কোনও শাখা না থাকায় জলপাইগুড়িতে গিয়েই নতুন নম্বর প্লেট লাগাতে হচ্ছে। নির্দিষ্ট দিনেই ওই কাজ করতে হচ্ছে। এতে চাকরিতে ছুটি নিয়ে বা কাজকর্ম ওই দিন ফেলে রেখে এই এলাকার বাসিন্দাদের জলপাইগুড়িতে যেতে হচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান, আগে মালবাজারে বসেই নম্বর প্লেটের সংখ্যাটি জেনে নিয়ে প্লেটে লিখে নেওয়া যেত। এখন ওই বিশেষ ধরনের নম্বর প্লেট ব্যবহার করা বাধ্যতামূলক হওয়ায় জলপাইগুড়িতে গিয়েই কাজ করাতে হচ্ছে। পাশাপাশি, চালকদের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজও জলপাইগুড়ি শহরে গিয়ে করতে হচ্ছে। মালবাজার থেকে জলপাইগুড়ির শহরের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। ডুয়ার্সের আরও প্রত্যন্ত এলাকাগুলি থেকে বাসিন্দাদের পক্ষে জলপাইগুড়ি যাতায়াত করাটা আরও অসুবিধাজনক। এতেই সমস্যা বেড়েছে। মালবাজারের ব্যবসায়ী সংগঠন মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহিত শিকদার দ্রুত মালবাজার মহতুমায় এক পরিবহণ দফতর খোলার দাবি জানিয়েছেন। মোহিতবাবু এ দিন বলেন, “মালবাজারে মহকুমা পরিবহণ দফতর চালু করা হলে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের খুব সুবিধাজনক হবে।” জলপাইগুড়ি জেলাশাসক পৃথা সরকার সম্প্রতি গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। |