টুকরো খবর
প্রতীক্ষালয়ের দাবি
ব্লক সদর হওয়া সত্ত্বেও পাত্রসায়র বাজার এলাকায় যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার না থাকায় সমস্যায় পড়েছেন মানুষজন। পাত্রসায়র বাজার এমনিতেই বেশ ব্যস্ত এলাকা। স্থানীয় বাসিন্দারা তো বটেই দূর দূরান্ত থেকে বহু গ্রামের বাসিন্দারাও এখানে হাট-বাজার করতে আসেন। অনেকে বাস ধরতে পাত্রসায়র বাজারে আসেন। অনেকে আবার সরকারি বিভিন্ন দফতরে নানা কাজে আসেন। কিন্তু এখানে শৌচাগার নেই, নেই যাত্রী প্রতীক্ষালয়ও। ফলে বাজার করতে আসা সাধারণ মানুষের সঙ্গে বাসযাত্রীরাও চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ যাত্রী- সকলেই তাই পাত্রসায়র বাজারে একটি যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার তৈরির দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, শৌচাগার না থাকায় নিতান্ত বাধ্য হয়ে রাস্তার ধারে যত্রতত্র প্রস্রাব করতে হচ্ছে। এতে এলাকার পরিবেশও দূষিত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী বিজন দত্ত, বাবু লোহার বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত পাত্রসায়র বাজারে কয়েকশো মানুষ আসা-যাওয়া করেন। বহু যাত্রী বাস ধরার জন্য এখানে আসেন। কিন্তু যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার না থাকায় সবার অসুবিধা হচ্ছে।” বাস ধরতে আসা মানুষজনের ক্ষোভ, প্রতীক্ষালয় না থাকায় রাস্তার পাশেই ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গ্রীষ্মকাল ও বর্ষাকালে এতে ভোগান্তি আরও বাড়ে। এ দিকে, শৌচাগার না থাকায় রাস্তার পাশে, দোকানের পিছনে লোকজন প্রস্রাব করছেন। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসিন্দাদের দাবি, বাজারে একটা যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার তৈরি করা হলে সমস্যা অনেকটাই কেটে যাবে। পাত্রসায়র পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সুব্রত কর্মকারও সমস্যার কথা মেনে নিয়েছেন। তাঁর আশ্বাস, “উপযুক্ত জায়গা পেলে বাজারে যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার তৈরির চেষ্টা করব।”

ধর্ষণের চেষ্টা, ধৃত
ধর্ষণের চেষ্টা করে বাধা পেয়ে তরুণীকে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। আদ্রা এলাকায়.শনিবার সন্ধ্যার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উত্তম বাউরি। আদ্রার পাঁচুডাঙা এলাকায় তাঁর বাড়ি। রবিবার ধৃতকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। আহত ওই তরুণীকে চিকিৎসার জন্য রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রঘুনাথপুরে এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “খবর পেয়েই দ্রুত পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার প্রেক্ষিতে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। ওই তরুণীর পরিবারকে নিরাপত্তা দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধৃতকে জেরা করে ঘটনার বিষয়ে বিশদে জানা হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাড়ির অদূরে শৌচকর্ম করে ফিরছিলেন বছর পঁচিশের ওই তরুণী। হঠাৎ তাঁর পথ আটকে ওই যুবক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। রবিবার হাসপাতালে শুয়ে ওই তরুণী দাবি করেন, “আমি একাই পুকুর থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ উত্তম আমার উপর ঝাঁপিয়ে পড়ে অত্যাচারের চেষ্টা করে। বাধা দিলে সে আমাকে চড়-থাপ্পড় মারে।” তরুণীর বাবার অভিযোগ, “মেয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি ওই ছেলেটা মেয়ের উপরে অত্যাচার করার চেষ্টা করছে। আমাদের দেখে সে পালানোর চেষ্টা করে। কিন্তু পাড়ার সবাই মিলে তাকে ধরে আটকে রাখি।” রাতে থানায় অভিযোগ দায়ের হয়।

বাবা খুন, গ্রেফতার ছেলে
পারিবারিক বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল ছেলেকে। কাশীপুর থানার ধনজোড় গ্রামে রবিবার সকালের ঘটনা। নিহতের নাম ভীমচন্দ্র মণ্ডল (৬০)। পরে দুপুরে পুলিশ তাঁর বড় ছেলে গৌতমকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাড়িতে ছিলেন ভীমচন্দ্রবাবু ও তাঁক ছেলে গৌতম। বাড়ির আর কেউ সেখানে ছিলেন না। হঠাৎ কোনও কারণে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ গাঁইতির বাট দিয়ে এলোপাথাড়ি ভাবে বাবাকে মারতে শুরু করে গৌতম। মৃতের ছোট ছেলে সুকুমার মণ্ডল পুলিশের কাছে দাদার বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, অন্যরা না থাকার সুযোগে দাদাই খুন করেছে।

জয়ী জিলা স্কুল
সিএবি পরিচালিত দাত্তু ফাদকার স্কুল ক্রিকেটে পুরুলিয়া পর্বে চ্যাম্পিয়ন হল পুরুলিয়া জিলা স্কুল। সম্প্রতি পুরুলিয়া শহরের গোর্খা মাঠে ফাইনালে তারা মিউনিসিপ্যাল ম্যানেজড হাইস্কুলকে ৫ উইকেটে পরাজিত করে। নির্ধারিত ২৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এমএম হাইস্কুল ১১৩ রানে অলআউট হয়ে যায়। জিলা স্কুলের হয়ে দেবকুমার সাউ ১৬ রান দিয়ে ৩টি ও অর্ণব মণ্ডল ১৭ রানে ২টি উইকেট পায়। জিলা স্কুল ৫ উইকেটে ওই রান তুলে নেয়। অগ্নিভ হোমচৌধুরী ৪২ রান করে।

দুর্ঘটনায় বধূর মৃত্যু খাতড়ায়
মোটরবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বধূর। ইঁদপুর থানার ধরমপুর মোড়ের কাছে, বাঁকুড়া-খাতড়া রাস্তায় রবিবার সকালের ঘটনা। মৃতার নাম প্রতিমা মুখোপাধ্যায় (৪৬)। বাড়ি হিড়বাঁধ থানার সিমলাবাঁধ গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে প্রতিমাদেবী তাঁর স্বামীর সঙ্গে মোটরবাইকে চেপে জামবেদিয়া যাচ্ছিলেন। ধরমপুর মোড়ের কাছে এক সাইকেল চালককে পাশ কাটাতে গিয়ে মোটরবাইকটি বেসামাল হয়ে ছিটকে যায়। রাস্তার মাঝে ছিটকে পড়েন ওই বধূ। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক এসে তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটির হদিশ পায়নি। অন্য দিকে এ দিন সকালে খাতড়ার রাজাপাড়ার কাছে বাঁকুড়া-খাতড়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাথর কুচি বোঝাই একটি ট্রাক। জখম হন চালক-সহ তিন জন। তাঁদের খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাঁকুড়া থেকে দমকল কর্মীরা এসে উদ্ধার কাজ চালান।

ট্রেনে মারধর
ট্রেনে এক জওয়ানের সঙ্গে হকারের মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ছাতনা স্টেশনে। রবিবার দুপুরে মেদিনীপুর থেকে আদ্রাগামী প্যাসেঞ্জার ট্রেনে কিছু লোকজন উঠে এক জওয়ানকে মারধর করে বলে অভিযোগ। জিআরপি সূত্রে খবর, ট্রেনে এক হকারের সঙ্গে বচসা বাঁধে ওই জওয়ানের। বচসা গড়ায় হাতাহাতিতে। খবর পেয়ে বেশ কিছু হকার ও বাসিন্দা ট্রেনটির অপেক্ষায় ছাতনা স্টেশনে জমা হন। ট্রেনটি স্টেশনে ঢুকতেই তাঁরা ওই জওয়ানকে মারধর করে বলে অভিযোগ। এই গোলমালের জেরে প্রায় ১৫ মিনিট ছাতনা স্টেশনে আটকে পড়ে ট্রেনটি। পরে যাত্রীদের নিয়ে ট্রেনটি ফের গন্তব্যে রওনা দেয়। জিআরপি জানিয়েছে, এ দিন রাত পর্যন্ত ওই ঘটনায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি।

স্কুলে খেলা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল পুরুলিয়া ২ ব্লকের গোলামারা উচ্চ বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক উষ্ণীষমণি মুখোপাধ্যায় জানিয়েছেন, ২৭টি বিভাগে প্রায় ৪০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

স্কুলের সুবর্ণজয়ন্তী
পুঞ্চার নপাড়া হাইস্কুলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষ হল রবিবার। উৎসবের সূচনা করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.