টুকরো খবর
প্রতিবন্ধী শিক্ষককে মারধরের অভিযোগ
প্রতিবন্ধী এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল প্রধানশিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের লক্ষ্মীজনার্দনপুর সীতানাথ হাইস্কুলে শনিবার ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদীপ ঘোষ নামে ওই শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রদীপবাবুর ডান পা অচল। ওইদিন শিক্ষকদের ঘরে ছাত্রদের হাজিরার খাতা খোঁজার সময় সহকারী শিক্ষক সুরেশ জানার সঙ্গে তাঁর বচসা বাধে। প্রদীপবাবুর অভিযোগ, বচসার মধ্যেই তাঁকে মারেন সুরেশবাবু। পরে প্রধানশিক্ষকও তাঁর উপরে চড়াও হন। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রদীপবাবু। তাঁর দাবি, সম্প্রতি মিড ডে মিল-সহ নানা বিষয়ে স্কুলের দুর্নীতি নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। তাই তাঁর উপরে এই হামলা হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক পঙ্কজ সর্দার বলেন, “আমি এখন কিছু বলব না। কিছু জানার থাকলে সোমবার স্কুলে আসুন।”

স্ত্রী-সন্তান নিখোঁজ, স্বামী গ্রেফতার
স্ত্রী ও বছর তিনেকের সন্তানকে পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে মনোরঞ্জন মান্নাকে কাকদ্বীপ থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। ধৃতকে ররিবার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ২৩ জানুয়ারি দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসে মনোরঞ্জন। ২৬ জানুয়ারি বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় ফোন করে শ্বশুরবাড়িতে জানায় স্ত্রী ও দুই ছেলেমেয়েকে সে খুঁজে পাচ্ছে না। এর পরে চারদিকে খোঁজাখুজি করেও মেয়ে ও নাতি-নাতনির হদিস না পেয়ে শ্বশুর দেবাশিস মান্না ২ ফেব্রুয়ারি জামাইয়ের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় শিশু ও নারী পাচারের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনায় শিশুর মৃত্যু, অবরোধ
বাসে পিষ্ট হয়ে ১৩ মাসের এক শিশুর মৃত্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল জনতা। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে কাছাড়িবাড়ি মোড়ের কাছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টা নাগাদ ৯৪ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। ক্ষুব্ধ বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে দুপুর ২টো থেকে পথ অবরোধ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক কিশোরীর দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ক্যানিংয়ের নিকারিঘাটার মৌখালি খালধার এলাকায় বছর ষোলোর ওই কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশের অনুমান, ওই কিশোরীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু
শিয়ালদহ মেন লাইনে কাঁকিনাড়া স্টেশনের কাছে নজরদারির সময় ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক রেলকর্মী। রেল সূত্রের খবর, রবিবার ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে আসা একটি লোকাল ট্রেন সীমাধর যাদব (৪৭) নামে ওই কর্মীকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.