বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারের তিনশো বিচারাধীন বন্দি ‘অনশন’ করছেন বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে। তাঁরা সকলেই ‘নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট’ সংক্ষেপে এনডিপিএস মামলায় অভিযুক্ত। রবিবার থেকে তাঁরা অনশন শুরু করেছে বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে। জেল সুপার অরিন্দম সরকার বলেন, “সংশোধনাগারের মধ্যে বিচারাধীন বন্দিদের বিভিন্ন ওয়ার্ডে ওই বন্দিরা রয়েছেন। তাদের বুঝিয়েও কোনও লাভ হয়নি।” জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে জেলা সুপারের মাধ্যমে ওই বন্দিরা চার দফা দাবি জানিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক ওয়াই রত্নাকর রাও এবং জেলা জজের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। দাবির মধ্যে অন্যতম ছিলএনডিপিএস বিশেষ আদালতের বিচারককে দ্রুত তাঁর কাজে যোগ দান করতে হবে। এনডিপিএস বিশেষ আদালতের কেন্দ্রীয় সরকারি আইনজীবী কাঞ্চনলাল মুখোপাধ্যায় বলেন, “গত নভেম্বর মাস থেকে ওই কোর্টে কোনও বিচারক নেই। ওই কোর্টে যিনি বিচারক ছিলেন, তিনি আন্দামানের জেলা জজ হয়ে সম্প্রতি বহরমপুর ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তিন মাস আগে বদলির নির্দেশ পেয়েই তিনি কাজ করা বন্ধ করে দেন। তার পর থেকেই ওই কোর্টের কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে।”
|
লোকসভা ভোটের আগে বিরোধী দলের ভাঙনের ধারা অব্যাহত। রবিবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম ও কংগ্রেসের পঞ্চায়েত স্তরের জনা পনেরো জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিলেন। জেলা তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা পরষদীয় সচিব নাসিরুদ্দিন আহমেদ। দলবদল প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এই দল বদলের ফলে ভোটের মুখে কালীগঞ্জে আমাদের সংগঠন চাঙ্গা হল।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম সাদি বলেন, “দলবদলের কোনও খবর আমার জানা নেই।”
|
গণপিটুনিতে জখম হয়েছেন এক যুবক। রবিবার সকালে নদিয়ার হরিণঘাটার এই ঘটনায় জখম জামাত আলি মণ্ডল কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, এ দিন সকাল দশটা নাগাদ সব্জি বিক্রেতাদের কাছে থেকে জোর করে টাকা আদায় করছিলেন ওই ব্যক্তি। এরপরই তাকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
টানা তিন দিন পর বাড়ি ফিরলেন সাগরদিঘির এক কিশোরী। বুধবার সকালে বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার পর তাঁর আর কোনও খোঁজ মেলেনি। বাড়ির লোকজন মনোহারি ওই দোকানের মালিক প্রতুল সাহার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। শনিবার সন্ধ্যায় ওই কিশোরী নিজেই বাড়ি ফিরে আসেন। তবে অভিযুক্ত প্রতুলকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকাল দশটা নাগাদ প্রতুল ওই কিশোরীকে তার দোকানে ডাকে। তারপর থেকে ওই কিশোরী আর বাড়ি ফেরেননি। বাড়ি ফিরে ওই কিশোরী বলেন, “আমাকে নবদ্বীপ সহ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ খুঁজছে জানতে পেরে শনিবার দুপুরে খাগড়া স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দিয়ে প্রতুল আমাকে বাড়ি চলে যেতে বলে।” রবিবার ওই কিশোরীকে সাগরদিঘি থানার পুলিশ জঙ্গিপুর আদালতে নিয়ে যায়। সেখানে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন ওই কিশোরী।
|
ব্যাঙ্কের চেক চুরি করে এক স্কুল শিক্ষিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৩ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে শনিবার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখর সাহা। পেশায় বিমা কর্মী ওই যুবক বহরমপুরের বানজেটিয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রঘুনাথগঞ্জের মানসী ঘোষ নামে ওই শিক্ষিকা এটিএমে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, ২৯ জানুয়ারি তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। এরপরেই জানা যায়, শেখর সাহা নিজেকে অরুণ সরকার পরিচয় দিয়ে ওই দিন মানসীদেবীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। ধৃত ওই যুবক একসময় রঘুনাথগঞ্জে থাকত। বিমা কর্মী হিসাবেই ওই শিক্ষিকার বাড়িতে তার যাতায়াত ছিল বলে পুলিশ জানিয়েছে। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃত ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৪২০, ৩৭৯, ৪৬৮ ও ১২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।”
|
ভরসন্ধ্যায় সোনার দোকানে ডাকাতি করল দুষ্কৃতীরা। তাদের ছোড়া বোমার আঘাতে মোট ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ থানারপাড়ার ধোড়াদহ বাজারে সোমেন সরকারের সোনার দোকানে হামলা করে দুষ্কৃতীরা। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “মুর্শিদাবাদ থেকে ওই দুষ্কৃতীরা এসেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ৪০ গ্রাম সোনা ও নগদ টাকা তারা নিয়ে গিয়েছে বলে দোকানের মালিক অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু হয়েছে।”
|
দশ চাকা লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম আলামিন শেখ (১২)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার শনিগ্রামে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, বীরভূমের নলহাটি থানার ভেলিয়ান মোড়ের কাছে।
|
মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগে শ্যামল ঘোষ নামে এক জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তিনি বহরমপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি স্কুল পরিচালন সমিতির সম্পাদক পদে রয়েছেন। |