ডোমকল বইমেলা: দ্বিতীয় বছরে পা রাখল ডোমকল বইমেলা। ২৮ তারিখ থেকে ওই মেলা শুরু হয়ে চলে পাঁচ দিন।
মেলার উদ্বোধন করেন সমাজসেবী শক্তিনাথ ঝা। মেলা কমিটির কর্তাদের দাবি, প্রথম বছরের মতোই
চলতি বছরেও সাড়া ফেলেছিল মহকুমার ওই বইমেলা। ৫০ টি স্টল ছাড়াও ছিল ফুডপার্ক।
প্রতিদিন সন্ধ্যায় ছিল অনুষ্ঠানের আয়োজন।
জন্মজয়ন্তী পালন: ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বেলডাঙা নেতাজি পার্কের উদ্যোগে আয়োজিত হল
সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। পাঁচ দিনের এই অনুষ্ঠানে কৃষি ও হস্তশিল্প প্রদর্শন,
সাংস্কৃতিক অড়ুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুনর্মিলন উৎসব: ২৬ জানুয়ারি বহরমপুর শহরের বাবুপাড়া সরস্বতী শিশুমন্দিরে অনুষ্ঠিত হয় প্রাক্তনীদের
পুনর্মিলন উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সেখানে প্রকাশিত
হয় ওই বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা ‘পারিজাত’।
পত্রিকা প্রকাশ: বহরমপুর থেকে প্রকাশিত হল নীলিমা সাহা সম্পাদিত ‘নিনি’র প্রথম বর্ষের তৃতীয় সংখ্যা।
এই সংখ্যায় রয়েছে চিলির কবি রর্বাতো বোলানোর ৪টি অনুবাদ কবিতা ও এক গুচ্ছ মৌলিক কবিতা। |