টুকরো খবর
স্কুলের কম্পিউটার চুরিতে ধৃত ছাত্র
স্কুল ঘরের তালা ভেঙে কম্পিউটার চুরির অভিযোগে একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার দক্ষিণ ওষুতপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্রকে এদিন তমলুক জুভেনাইল কোর্টে তোলা হলে বিচারক হোমে রাখার নির্দেশ দেন। তাকে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুকের রঘুনাথপুর-১ গ্রামপঞ্চায়েত এলাকার ঘোড়াঠাকুরিয়া অজয় বিদ্যাপীঠে গত সোমবার রাতে স্কুলের একটি ঘরের দরজার তালা ভেঙে ভিতরে রাখা কম্পিউটার-সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ তমলুক থানায় অভিযোগ জানিয়েছিলেন। এ দিকে, ওই স্কুলেরই একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্র ওই গ্রামে কম্পিউটার বিক্রির করার চেষ্টা করছে বলে খবর যায় পুলিশের কাছে। তমলুক থানার পুলিশ রবিবার সকালে ওই ছাত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া স্কুলের কম্পিউটার-সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে। এরপর ওই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করে।

ছাত্রীর ঝুলন্ত দেহ
বাড়ির ভিতরে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাহাপুর গ্রামে। মৃতা লক্ষ্মী দাস (১৮) স্থানীয় একটি হাইস্কুলে পড়ত। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি সে। এবছর ফের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীর বাবা গোপাল দাস কলকাতায় একটি দোকানে কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে লক্ষ্মীকে কয়েকদিন আগে তার মা বকাবকি করেছিলেন। শনিবার সকালে মা ও ভাই বাড়ির বাইরে থাকায় লক্ষ্মী একাই ছিল। দুপুর ২টো নাগাদ তার ভাই বাড়ি ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানলা দিয়ে দিদির দেহ ঝুলতে দেখে। স্থানীয় বাসিন্দারা এসে লক্ষ্মীকে উদ্ধার করে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকেক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ছাত্রী আত্ম্যহত্যা করেছে।

অরণ্যশহরে কাঁসাইয়ের জল
আগামী দিনে কংসাবতীর জলেই তেষ্টা মিটতে চলেছে অরণ্যশহরের! নদী ভিত্তিক জলোত্তোলন প্রকল্পের মাধ্যমে অরণ্যশহরে বাড়ি বাড়ি পরিস্রুত জল সরবরাহের উদ্যোগ নিচ্ছে ঝাড়গ্রাম পুরসভা। প্রকল্প রূপায়ণের জন্য ক্ষমতাসীন তৃণমূল পুরবোর্ডের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা চাওয়া হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, “শীঘ্রই প্রথম পর্যায়ের টাকা বরাদ্দ করা হবে।” ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব বলেন, “পুরবাসীকে পর্যাপ্ত পরিস্রুত জল সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কংসাবতীর নদীতটে বালি ও জলের গভীরতা মাপার কাজ চলছে। জল অনুসন্ধান দফতরের ছাড়পত্র পাওয়া গেলেই রাজ্য পুর কারিগরি দফতরের সহযোগিতায় প্রকল্পের কাজ শুরু হবে।” ঝাড়গ্রাম পুরসভা সূত্রে খবর, ঝাড়গ্রাম শহর থেকে ৮ কিলোমিটার দূরে লালগড়ের বৈতায় কাঁসাই থেকে পাইপ লাইনে পরিশোধিত জল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কোস্ট গার্ড স্টেশন
উপকূল রক্ষী বাহিনীর নতুন কোস্ট গার্ড স্টেশন চালু হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে। আগামী মার্চ মাসের মধ্যেই স্টেশনটির উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। হলদিয়ার একটি অনুষ্ঠানে উপকূল রক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গ সার্কেলের ডিআইজি শরদ মন্ত্রী বলেন, “বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। তাই সীমানা এলাকায় টহলদারি আরও বাড়ানো প্রয়োজন। সেই কারণেই ফ্রেজারগঞ্জে কোস্ট গার্ড স্টেশন চালু করা হবে। ওই স্টেশনে হলদিয়ার মতো একইরকম পরিকাঠামোগত সুবিধা পাওয়া যাবে।” তিনি জানান, ব্রিটেন থেকে আনা হোভারক্রাফটিও ফ্রেজারগঞ্জে রাখা থাকবে। ওই হোভারক্রাফটটি রাতে বাংলাদেশ সীমান্তে পাহারা দেওয়ার কাজ করবে। এছাড়া হলদিয়ায় উপকূল রক্ষী বাহিনীর বন্দর হোভারপোর্টকেও ঢেলে সাজানো হবে বলে উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে।

বিবেকানন্দকে নিয়ে প্রদর্শনী
স্বামী বিবেকান্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম দিঘা বিজ্ঞান কেন্দ্রে ‘লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ স্বামী বিবেকানন্দ’ শীষর্ক এক ভ্রাম্যমাণ প্রদর্শনীর উদ্বোধন হল শনিবার। উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষতানন্দ। প্রদর্শনীতে স্বামীজির বর্ণময় ও কর্মময় জীবনের নানান ঘটনাবলীর উল্লেখের পাশাপাশি প্রচুর ছবি রয়েছে। বিবেকানন্দকে নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। উদ্বোধনের আগে স্থানীয় স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটি আলোচনা সভা হয়। বক্তাদের মধ্যে ছিলেন স্বামী অক্ষতানন্দ, রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী, দিঘা বিজ্ঞান কেন্দ্রের শিক্ষা আধিকারিক পার্থসারথী সাহা, প্রজেক্ট কো-অর্ডিনেটার শুভশঙ্কর ঘোষ প্রমুখ। ভ্রাম্যমাণ প্রদর্শনীটি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

গাঁধী মেলা
৮৭তম গাঁধী স্মৃতি প্রদশর্নী ও মেলার উদ্বোধন হল কাঁথির দারুয়া ময়দানে। রবিবার সন্ধ্যায় ১২ দিন ব্যাপী এই প্রদশর্নী ও মেলার উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। ১৯২৬ সালে জাতির জনক মোহনদাস কর্মচন্দ গাঁধী প্রথম কাঁথিতে এসে দারুয়া ময়দানে জনসভা করেছিলেন। সেই শুভাগমনের স্মৃতি ধরে রাখতেই ১৯২৭ সাল থেকে প্রতি বছর গাঁধী স্মৃতি প্রদশর্নী ও মেলা হয়ে আসছে। রবিবার মেলার উদ্বোধনের আগে একটি বর্ণময় শোভাযাত্রা কাঁথি শহর পরিক্রমা করে।

আইনি শিবির
রবিবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে স্থানীয় নয়াগ্রাম বালিকা বিদ্যাপীঠে এক আইনি সচেতনতা শিবির হল। শিবিরের উদ্যোক্তা ছিল ঝাড়গ্রাম মহকুমা আইনি পরিষেবা কমিটি। শিবিরে স্কুলের ছাত্রীদের পাশাপাশি স্থানীয়দের আইনি পরামর্শ দেন পরিষেবা কমিটির চেয়ারম্যান তথা ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পার্থসারথি চক্রবর্তী, ঝাড়গ্রাম আদালতের বিচারক তরুণকুমার মণ্ডল, বিচারক সুপর্ণা রায়, খগেন মাণ্ডি প্রমুখ।

স্কুলে দাবা
মহকুমা আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতা হল কাঁথিতে। পরিচালনায় কাঁথি ক্লাব। রবিবার সকালে ক্লাবঘরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি অমিতাভ মাইতি ও সাধারণ সম্পাদক তিমিরবরণ পণ্ডা, কাঁথির বিশিষ্ট দাবা প্রশিক্ষক মুন্না খাজা প্রমুখ। এক দিনের এই দাবা প্রতিযোগিতায় কাঁথি ও এগরার ১৯টি বিদ্যালয়ের ৮০ জন ছাত্রছাত্রী যোগ দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.