থিমে টেট থেকে ভোট, শহরে জমজমাট বাণী বন্দনা
রস্বতী বন্দনাতেও এ বার ভোটের রং! লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়া এখন সময়ের অপেক্ষা। কলেজ মোড়ের পুজোতেও তাই ভোটের লড়াই। পুজোর থিমে উঠে আসছেন মনমোহন সিংহ, সনিয়া গাঁধী থেকে নরেন্দ্র মোদী-সকলেই। থাকছেন মমতা-বুদ্ধও।
শহরের অন্য পুজোর থেকে কলেজ মোড়ের সরস্বতী পুজো বরাবরই একটু অন্য রকম। পুজোর সঙ্গে এখানে রাজনীতিও জড়িয়ে থাকে। তাই অন্যবারের মতো এ বারও রাজনৈতিক চাপানউতোরের আবহে পুজো জমে ওঠা শুধু সময়ের অপেক্ষা। পুজোর প্রস্তুতি চূড়ান্ত। আজ, সোমবার থেকেই শুরু হবে উদ্বোধন-পর্ব। মেদিনীপুর শহরের কলেজ মোড়ের পুজো দেখতে শুধু শহরের মানুষই নন, আশপাশের এলাকার বহু মানুষ আসেন। সকাল থেকেই দর্শকদের ভিড় জমতে শুরু করে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে জনস্রোত। মণ্ডপগুলোও হয় আকর্ষণীয়। কারণ, মণ্ডপে বিভিন্ন মডেলের পাশে যে সব লেখা থাকে, সেগুলোই মূল আকর্ষণ। কোনও না-কোনও দলকে খোঁচা দিয়ে সেগুলি লেখা হয়। সবমিলিয়ে প্রায় ২০টি পুজো হয় এখানে। প্রায় প্রতিটি পুজোর সঙ্গেই জড়িয়ে থাকে কোনও না-কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। কোথাও পুজোর নেপথ্যে তৃণমূল ছাত্র পরিষদ। কোথাও ছাত্র পরিষদ। আবার কোথাও বা এসএফআই কিংবা এবিভিপি।

কলেজ মোড়ে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।—নিজস্ব চিত্র।
এ বার পুজোয় উঠে আসছে সাম্প্রতিক বিভিন্ন বিষয়। যেমন ধর্ষণ, নারী নির্যাতন, প্রাথমিকের টেট। তবে, সবকিছু ছাপিয়ে থাকছে দেশের রাজনীতিই। এ বার লোকসভা ভোটে কী হবে, কে প্রধানমন্ত্রী হবেন, প্রায় প্রতিটি পুজোয় এ নিয়ে কোনও না কোনও থিম থাকছে। তৃণমূল ছাত্র পরিষদ যে সব পুজোর নেপথ্যে থাকে, তারমধ্যে ‘অগ্নিকন্যা’, ‘গরিমা’ ক্লাবের পুজো অন্যতম। ‘অগ্নিকন্যা’র থিমে দেখানো হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ই লোকসভা ভোটে নির্ণায়ক শক্তি হতে চলেছেন। এই পুজোর অন্যতম উদ্যোক্তা টিএমসিপির জেলা সাধারণ সম্পাদক বুদ্ধ মণ্ডল বলেন, “সামনে লোকসভার ভোট রয়েছে। আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে বাংলাই। নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” থাকছে জিটিএ’র শীর্ষ পদে ফের বিমল গুরুঙ্গের বসার থিমও।
‘গরিমা’র থিমে থাকছে লুঙ্গি ড্যান্স। এখানে অরবিন্দ কেজরিওয়াল-সহ বিভিন্ন দলের একাধিক প্রথম সারির নেতাকে নাচতে দেখা যাবে। প্রধানমন্ত্রীর পদ নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গাঁধীকে লড়াই করতেও দেখা যাবে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “আমরা দেশ এবং রাজ্য-রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয়ই থিমে তুলে ধরার চেষ্টা করছি।” ‘প্রগতি’ ক্লাবের পুজোর নেপথ্যে রয়েছে ছাত্র পরিষদ। থিমে উঠে আসছে ধর্ষণ, প্রাথমিকের টেট থেকে দলবদল এবং বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক কিছু বক্তব্য। এই পুজোর অন্যতম উদ্যোক্তা সিপির জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “টেট পরীক্ষার নামে প্রহসন হয়েছে। বিষয়টি আমরা দর্শকদের কাছে তুলে ধরতে চাইছি।”
এসএফআই প্রভাবিত পুজোগুলোর মধ্যে ‘রেড ক্যাসেল’ ক্লাবের পুজো অন্যতম। এই পুজোর থিমে উঠে আসছে ধর্ষণ, নারী নির্যাতন। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রাক্তন এসএফআই নেতা অভিজিৎ কর বলেন, “মেদিনীপুর শহরেও গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা উদ্বেগের বিষয়। আসলে পরিবেশ-পরিস্থিতি নানা কারণে কলুষিত হচ্ছে, তা জেনেও পুলিশ-প্রশাসন নির্বিকার। যার ফলে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।” থাকছে ধূমপান নিয়ে সচেতনতামূলক থিমও। ‘জাগরণ’ ক্লাবের পুজোর নেপথ্যে রয়েছে এবিভিপি। থিমে উঠে আসছে সারদা কাণ্ড, ধর্ষণ থেকে প্রধানমন্ত্রীর পদ নিয়ে নরেন্দ্র মোদী-রাহুল গাঁধীর লড়াই। দেখানো হবে, প্রধানমন্ত্রীর পদের দৌড়ে মোদী অনেক এগিয়ে গিয়েছেন। অন্য দিকে, রাহুলকে কোলে নিয়ে দৌড়চ্ছেন সনিয়া গাঁধী। পুজোর অন্যতম উদ্যোক্তা অম্লান মাইতি বলেন, “দেশ জুড়ে মোদী ঝড় উঠেছে। কংগ্রেস শত চেষ্টা করলেও আর ক্ষমতায় ফিরতে পারবে না। কেন্দ্রে বিজেপির ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা।”
কলেজ মোড়ে আবার পুজোর সংখ্যাও বাড়ছে। নতুন পুজোগুলোর মধ্যে ‘পুনশ্চ’ ক্লাবের পুজো অন্যতম। এই পুজোর থিমে উঠে আসছে ছোটা ভীম। থাকছে ১৫৭টি দেশের জাতীয় পতাকা। পুজো কমিটির সভাপতি নরসিংহ দাস এবং সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, “রাজনীতির আকচাআকচি তো আছেই। তার বাইরে বেরিয়ে আমরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি। আশা করি, আমাদের পুজোও দর্শকদের ভাল লাগবে।” কলেজ মোড়ের পুজোয় এ বারও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। ভাবনা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে চেষ্টার ত্রুটি রাখছে না কেউই। ব্যস্ত শিল্পীরা। ব্যস্ত টিএমসিপি-সিপি-এসএফআই নেতা-কর্মীরা।
এখন পুজোর থিমে ভোটের লড়াই কেমন জমে, সেটাই দেখার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.