|
|
|
|
বাড়ি ফিরলেন জেলা পরিষদ সদস্য, সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম জেলা পরিষদ সদস্য বিবেক মুখোপাধ্যায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরায় সংবর্ধনা সভার আয়োজন করল তৃণমূল। রবিবার বিকেলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ডেবরা বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়। সভামঞ্চ থেকে ডেবরার ওই সংঘর্ষের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
গত ৬ ডিসেম্বর তৃণমূলের একটি দলীয় কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্লকের চকবাজিত গ্রামে সিপিএম-তৃণমূলের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় বিবেকবাবু-সহ একাধিক নেতা-কর্মী জখম হন। গুরুতর আহত অবস্থায় বিবেকবাবুকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫৮ দিন ভর্তি থাকার পর রবিবার হাসপাতাল থেকে তিনি ছাড়া পান। এ দিন বিবেকবাবু কলকাতা থেকে ডেবরায় ফেরেন। শ্রীরামপুর থেকে প্রায় কয়েকশো বাইকের মিছিল করে তাঁকে ডেবরা বাজারে আনা হয়। দলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি রতন দে, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিধায়ক রাধাকান্ত মাইতি প্রমুখ।
এ দিন রতনবাবু বলেন, “সিপিএমের সন্ত্রাসে আমাদের কর্মীদের আগেও এভাবে লড়াই করতে হয়েছে, এখনও হচ্ছে। বিবেকবাবু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাই সিপিএমের মতো অ-গণতান্ত্রিক দলের বিরুদ্ধে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।” দলের জেলা সভাপতি বলেন, “বিগত দিনে সিপিএমের সন্ত্রাসের প্রভাব নির্বাচনে পড়েছে। এখনও সিপিএমের কোনও পরিবর্তন হয়নি। আমি চাই ওঁদের চেতনা ফিরে আসুক। না হলে তাঁদের আরও জনবিচ্ছিন্ন হয়ে যেতে হবে।” সিপিএমের প্ররোচনায় পা না দিয়ে দলীয় কর্মীদের আরও সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এ দিন সন্ধ্যায় বিবেকবাবুর বাড়ির এলাকা সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মারোতলায় আরও একটি সভার আয়োজন করা হয়। |
|
|
|
|
|