টুকরো খবর
প্রীতি ম্যাচে জয়ী পুলিশ

পুলিশ একাদশকে পুরস্কার প্রদান।—নিজস্ব চিত্র।
পুলিশের সঙ্গে সাংবাদিকদের প্রীতি ম্যাচ হল মেদিনীপুরে। শনিবার পুলিশ লাইন মাঠে ক্রিকেট এবং ফুটবল দুই ম্যাচই হয়। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুলিশ জেলা একাদশের মুখোমুখি হয় সাংবাদিক একাদশ। দু’টো খেলাতেই জেতে পুলিশ একাদশ। মাঠে নজর কাড়েন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অবধেশ পাঠক। ফুটবলে ম্যান অফ দ্যা ম্যাচও তিনি। খেলা দেখতে এসেছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ, জেলা আরটিও বোর্ডের সদস্য প্রদ্যোৎ ঘোষ। খেলা শুরুর আগে রসিকতা করে জেলা পুলিশ সুপার বলছিলেন, “সাংবাদিকদের পুলিশের উপর রাগ আছে। পুলিশেরও সাংবাদিকদের উপর রাগ আছে। তবে, আজকের দিনটা অন্যরকম। বন্ধুত্বপূর্ণ খেলা হবে।” মাঠের বাইরে থেকে উৎসাহ দিতেও দেখা যায় পুলিশ সুপারকে।

ছাত্র সংসদ গঠন খড়্গপুর কলেজে
নির্বিঘ্নেই গঠিত হল খড়্গপুর কলেজের ছাত্র সংসদ। শনিবার টিএমসিপির তৃতীয় বর্ষের প্রসূন চক্রবর্তীকে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সভাপতি হন ওই বর্ষেরই পূজা বাগমার। গত বছর একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোনও দলই এই কলেজে ছাত্র সংসদ গড়তে পারেনি। এ বছর মনোনয়ন পর্বে টিএমসিপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে। নির্বাচন স্থগিত করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্র পরিষদ (সিপি) ও এসএফআই। মামলার নিষ্পত্তি হয়নি। তবে আদালত নির্বাচন প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেয়। সিপি নির্বাচন বয়কট করে। ওই কলেজের ছাত্র সংসদের ৬৩টি আসনের ৫৮টিতে জয়ী হয়ে এককভাবে ছাত্র সংসদের ক্ষমতা দখল করে টিএমসিপি।

পরিদর্শক সভা
পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির রাজ্য পরিষদ সভা অনুষ্ঠিত হল মেদিনীপুরে। শনিবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাঘরে সভার উদ্বোধন করেন মন্ত্রী সুকুমার হাঁসদা। রবিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। দু’দিন ধরে বিদ্যালয় পরিদর্শকদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। কী ভাবে সমস্যার সমাধান হতে পারে, তাও আলোচনায় উঠে আসে। শিক্ষার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়।

পাঠ্যবই বিলি
মেদিনীপুর সোস্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে দু:স্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হল রবিবার। শহরের পিপলস্ ব্যাঙ্কের সভাঘরে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রণব বসু, কাউন্সিলর মৌ রায়, মেদিনীপুর টাউন স্কুলের (বালক) প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী প্রমুখ। প্রায় দেড়শো জনকে পাঠ্যপুস্তক দেওয়া হয়।

কোথায় কী



মেলা
মাদপুরে শহিদ মেলা। এ বার ১৫ তম বর্ষ। বিকেলে উদ্বোধন। উদ্বোধন করবেন
শুভেন্দু অধিকারী। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। থাকছে নানা স্টল।

প্রদর্শনী
পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ফটোগ্রাফী প্রদর্শনী ও
প্রতিযোগিতা। শহরের কলেজ মোড়ে। সন্ধ্যায় উদ্বোধন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.