৩২,৪০০ কোটি লগ্নি, বিপুল কর্মসংস্থানের প্রস্তাব সহারার

২ ফেব্রুয়ারি
বেআইনি ভাবে তোলা টাকা লগ্নিকারীদের ফেরানো নিয়ে বাজার নিয়ন্ত্রক সেবির সঙ্গে আইনি টানাপোড়েন অব্যাহত। আর তার মধ্যেই রীতিমতো চমক তৈরি করে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রায় ৩২,৪০০ কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করল সহারা গোষ্ঠী। একই সঙ্গে চলতি বছরের মধ্যে ৫৬ হাজারের বেশি নতুন কর্মী নিয়োগের কথাও জানিয়েছে তারা।
সম্প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন উঁচু পদ পূরণের জন্য আবেদনপত্র চেয়েছে সহারা। সংস্থা জানিয়েছে, দেশ ও দেশের বাইরে লোক নেওয়া হবে তাদের ভোগ্যপণ্য ও খুচরো বিপণন, ক্রুজ, ডেয়ারি, পোলট্রি, শিক্ষা, কম খরচের ও বিলাসবহুল আবাসন-সহ নানা ব্যবসার জন্য। তাদের দাবি, এ ক্ষেত্রে আগামী তিন বছরের মধ্যে চার লক্ষ পদ তৈরির লক্ষ্যেই এগোচ্ছে তারা।
কর্মসংস্থানের পাশাপাশি, বিভিন্ন ব্যবসায় নতুন লগ্নি-পরিকল্পনার কথাও জানিয়েছে সহারা। যার মধ্যে আছে, আন্তর্জাতিক ব্যবসায় ম্যাসিডোনিয়া (ইউরোপ)-র ডেয়ারি প্রকল্পে ১৩,৯২২ কোটি, হোটেল ইত্যাদি প্রকল্পে ৯,৬০০ কোটি। বিলাসবহুল রিটেল ব্যবসা সহারা গ্লোবাল মাস্টারক্রাফট-এ আগামী প্রায় ৫ বছরে ১,৪০০ কোটি, খাদ্য-পানীয় ও বিনোদন ব্যবসা কুইক সার্ভিস রেস্তোরাঁয় ৫,১৭২ কোটি ও ৫-৭ বছরে স্বাস্থ্য পরিষেবায় ২,৩০০ কোটি টাকা। সর্বসাকুল্যে লগ্নির অঙ্ক ৩২ হাজার কোটির বেশি। বিজ্ঞপ্তিতে তাদের হাতে ১,৫২,৫১৮ কোটি টাকার বিপুল সম্পদ এবং ৩৬,৬৩১ একর জমি আছে বলেও দাবি সহারার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.